আজ জগন্নাথদেবের স্নানযাত্রা , জেনে নিন নির্ঘণ্ট

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- আজ বৃহস্পতিবার দেবস্নানা পূর্ণিমা। দেবস্নানা পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথদেবের স্নানের উৎসব স্নানযাত্রা। আজকের  দিন জগন্নাথদেবের জন্মতিথি। জগন্নাথদেবের স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের খুবই পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদীতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দেওয়া হয়।

পুরীর জগন্নাথদেবকে স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয় জগন্নাথদেবকে । শাস্ত্র মতে , এই উৎসব কালে জগন্নাথ দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্নানযাত্রার পর শুরু হয় অনসর। এই অনসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন। কারণ জগন্নাথ দেবকে প্রচুর জল দিয়ে স্নান করানোর ফলে তার ঠান্ডা জ্বর হয় বলে মত আছে।

স্কন্দপুরাণ মতে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান প্রচলন করেন। আজ  ২৪ জুন, ৯ আষাঢ়, বৃহস্পতিবার দেবস্নানা পূর্ণিমা, স্নানযাত্রা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

বাংলা– ৮ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ২৩ জুন, বুধবার।

সময়– রাত ২টো ৪২ মিনিট ২৭ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ৯ আষাঢ়, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৪ জুন, বৃহস্পতিবার।

সময়– রাত ১২টা ২৪ মিনিট ০১ সেকেন্ড।

 

joydev sastri

 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

বাংলা– ৮ আষাঢ়, বুধবার।

ইংরেজি– ২৩ জুন, বুধবার।

সময়– রাত ৩টে ৩৪ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ৯ আষাঢ়, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৪ জুন, বৃহস্পতিবার।

সময়– রাত ১২টা ১০ মিনিট।

আরো পড়ুন :এই টোটকা গুলির মাধ্যমে জীবনের নানান সমস্যার সমাধান মিলবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————-

জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।

ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন