Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- কয়েকদিন পরই আলোর উৎসব দীপাবলী। প্রদীপ, আলোর উৎসব এটি। চলতি বছর ২৪ অক্টোবর দীপাবলী উৎসব পালিত হবে। বাড়ির বিভিন্ন স্থানে জ্বালানো হয় প্রদীপ। বাস্তু অনুযায়ী দীপাবলীতে প্রদীপ প্রজ্জ্বলিত করলে পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। জানুন এইদিন কী ভাবে প্রদীপ জ্বালাবেন, কোথায় কোথায় সেই প্রদীপ রাখবেন —-
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
১. জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র অনুযায়ী দীপাবলীর দিনে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানো উচিত।
২. দীপাবলীর দিনে সরষের তেলের প্রদীপ জ্বালানোও শুভ। তেল বাড়ির শক্তি নির্ধারণ করে।
৩. বাস্তু শাস্ত্র অনুযায়ী যে থালায় প্রদীপ জ্বালাবেন, তাতে সোনা ও রুপোর অলংকার রাখা উচিত।
৪. বাড়ির কাছে কোনও মন্দির থাকলে সবার আগে সেখানে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত।
৫. বাস্তু মতে মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলিত করার পর সবার আগে বাড়ির সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন।
৬. বাস্তুর নিয়ম মেনে দীপাবলীর দিনে পূর্ব দিকে প্রদীপ জ্বালাবেন। শুভ ফলদায়ী মনে করা হয়।
৭. বাস্তু শাস্ত্র মতে পশ্চিম দিকে প্রদীপ প্রজ্জ্বলিত করাও শুভ।
৮. দীপাবলীর প্রদীপ কখনও দক্ষিণ দিকে প্রজ্জ্বলিত করাতে নেই। একে অশুভ মনে করা হয়।
৯. একজাগায় অনেকগুলো প্রদীপ জ্বালানোর সময় বাঁ দিক থেকে সেই প্রদীপ জ্বালানো শুরু করুন। বাড়ির প্রবেশদ্বারে বড় প্রদীপ রাখবেন।
১০. দীপাবলীতে শুভক্ষণে প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত।
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )