Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানুষের সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো আত্মবিশ্বাসের অভাব। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে , আত্মবিশ্বাসের অভাবে সব কাজ থেকে অনেকে পিছিয়ে আসে। মনের মধ্যে এক প্রকার ভয় কাজ করে কোনও কাজ করার আগে। এবার এই ভয়কেই জয় করুন আর নিজের আত্মবিশ্বাস বাড়ান। তবেই জীবনে পাবেন সফলতা। আর নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু টোটকা পালন করতে পারেন।
আরো পড়ুন :- সূর্যের আশীর্বাদে আগামী ৩ দিন এই চার রাশির জাতকরা পাবেন শুভ ফল
আমাদের জীবনের প্রতিটি কাজে ও কর্মজীবনে উন্নতির জন্য শুধু কাজ জানলে হবে না, দরকার আত্মবিশ্বাস । আর এই আত্মবিশ্বাস মনোবল বাড়ায়। আর এই মনোবল যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করে। আমাদের মানসিক চাপ আমাদের আত্মবিশ্বাসের উপর বাজে প্রভাব ফেলে। তাই সবার আগে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। আর জন্য আপনি কাউন্সিলিং-এর মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারেন , ডাক্তারি পরামর্শ নিতে না চাইলে নিতে পারেন , এরই সাথে জ্যোতিষ টোটকা পালন করতে পারেন।
১. একটি ছোট মাটির পাত্রে মধু নিন। সেই পাত্রটি মাটিতে পুঁতে দিন। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
২. প্রতি বুধবার গোরুকে ঘাস খাওয়ান। এতে আত্মবিশ্বাস বাড়বে ও জীবনে প্রেমের গুরুত্ব বৃদ্ধি পাবে। এছাড়াও যে কোনও শুভ কাজে যাওয়ার আগে গোরুকে ঘাস খাওয়াতে পারেন।
৩. আত্মবিশ্বাসের অত্যান্ত অভাব হলে পাথর ধারণ করতে বলুন। জ্যোতিষ শাস্ত্র মেনে ছক দেখুন , মঙ্গল আপনার রাশিতে একটি ভালো স্থানে অবস্থান করছে কি না। তবে, আপনার আত্মবিশ্বাস বাড়াতে আপনাকে অবশ্যই রক্ত প্রবাল পরতে হবে।
৪. নিজের আত্মবিশ্বাস বাড়াতে অন্য ব্যাক্তিকে সাহায্য করুন। তা নিজের বন্ধু , পরিবারের লোক বা অচেনা মানুষও হতে পারে। এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ও মানুষের সাথে ভালো করে মিশতে পারবেন।
৫. আত্মবিশ্বাস বাড়াতে পাথর না পরতে চাইলে আপনার তর্জনীতে সোনা বা তামার আংটি পরতে পারেন। এতে আত্মবিশ্বাস বাড়বে। এরই সাথে এই ধাতু গুলি আপনার উন্নতিতে সাহায্য করবে। এই আংটি ধারণ করলে সব ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে কিভাবে অশুভ গ্রহের প্রতিকার করবেন ? দেখুন ঘরোয়া টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)