আপনার অজান্তে করা এই ছোট ভুলগুলো আপনার জীবনে ডেকে আনতে পারে চরম দরিদ্রতা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে। আর এই বেশিরভাগ কারণই হলো অর্থ। অথাৎ আর্থিক সমস্যার জন্য বিভিন্ন সমস্যা দেখা দেয় মানুষের জীবনে। এই সমস্যা কাটিয়ে উঠতে অনেকে এমন পদক্ষেপ নিয়ে থাকে যা কার্যকর হয় না। জ্যোতিষ শাস্ত্র মতে , আপনি এমন অনেক কাজ করেন যার জন্য জীবনে দেখা দিতে পারে চরম দূর্দশা। আপনার কিছু ছোট ছোট ভুল আপনার জীবনে দুর্ভোগ নিয়ে আসে। এই সকল সমস্যা এড়াতে অনেক গুলি উপায় রয়েছে। এছাড়া মা লক্ষীর পুজো করলেও অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক সমস্যার প্রতিকার গুলি কি কি।

আরো পড়ুন :- মার্চ মাসে জন্মানো মানুষরা কেমন হয়ে থাকে জানুন

১. যেই বাড়িতে নারীর শ্রদ্ধা করা হয়না সেই বাড়িতে চন্দ্র ও শুক্রের প্রভাবের কারণে দারিদ্রের বাস অবধারিত।

২. বাড়ির ছোট ছোট কারণে পরস্পরের মধ্যে বিবাদের ফলে বাড়িতে দরিদ্রতা বৃদ্ধি পায়।

৩. বাড়ির দেওয়ালে কালো ও নীল রং ব্যবহার করা উচিত নয়।

৪. রান্না ঘরের মা অন্নাপূর্ণার ছবি রাখুন , তাতে কখনোই রান্না ঘর একেবারে শুন্য হবেনা।

niladri misra

৫. বাড়ির দক্ষিণ – পূর্বদিকে রান্না ঘর তৈরী করুন।

৬. প্রতিদিন গভীর রাত পর্যন্ত জেগে থাকার ও সকালে দেরীকরে ঘুম থেকে ওঠার ফলে শনি ও চন্দ্রের কোপ বৃদ্ধি পায়। ফলে দারিদ্রতা দেখা দেয়।

৭. বাড়ির দক্ষিণ – পূর্ব কোনে কখনোই জল জমতে দেবেন না এতে বাড়িতে বাস্তুদোষ তৈরী করে , ফলে দারিদ্রতা বৃদ্ধি পায়।

৮. বাড়ির যেখানে সেখানে নোংরা জিনিসপত্র , জামা কাপড় রাখবেন না। এর ফলে পরিবারে আর্থিক অবনতি শুরু হয়।

আরো পড়ুন :- একটুকরো কাঁচা হলুদ আপনার জীবনে আনতে পারে সুখ – সমৃদ্ধি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন