Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বিভিন্ন ধরণের, বিভিন্ন আকারের সোফা প্রায় সকলের বাড়িতেই দেখা যায় ৷ কারও L আবার কারও U আকৃতির সোফা রয়েছে। কিন্তু জানেন কি কোন ধরণের সোফা ঘরের কোন স্থানে রাখা শুভ বা অশুভ ? উত্তর না হলে দেখে নিন বাস্তু টিপস।
১. বাস্তু শাস্ত্র অনুযায়ী পশ্চিম দিকে যদি বাড়ির প্রবেশদ্বার খোলে, তা হলে নৈঋত্য কোণ অর্থাৎ দক্ষিণ-পশ্চিমের মধ্য স্থানে সোফা সেট রাখা উচিত ৷ কারণ এই স্থানে পৃথিবী তত্বের প্রতিনিধিত্ব রয়েছে। রাহু ও কেতু এই দিকের অধিপতি ৷ তাই বাড়ির এই স্থানটি ভারী ও উঁচু উঠে থাকলে, তা শুভ ফলাফল প্রদান করে ৷
আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন
২. যদি বাড়ির প্রবেশদ্বার উত্তর দিকে খোলে, তবে বৈঠকখানার দক্ষিণ অথবা পশ্চিম দিকে সোফা রাখা উচিত। এই দিকে সোফা থাকা অত্যন্ত লাভজনক ৷
৩. L আকৃতির সোফা রাখার ক্ষেত্রে বাস্তু শাস্ত্র মতে এমন ভাবে রাখবেন যার একটি অংশ বৈঠকখানার দক্ষিণ দিকে থাকে এবং অপর অংশ পশ্চিম দিকে৷ এ ভাবে সোফা রাখলে যখনই কোনও ব্যক্তি সেখানে বসবে, তার মুখ হয়তো উত্তর দিকে থাকবে অথবা পূর্ব দিকে থাকবে ৷ আবার সোফার দক্ষিণ-পশ্চিম কোণায় বসলে ব্যক্তির মুখ থাকবে উত্তর-পূর্ব দিকে৷
৪. বাড়িতে U আকৃতির সোফা রাখতে হলে তিন সিটার অংশটি বৈঠকখানার দক্ষিণ দিকে রাখবেন ৷ তার পর পশ্চিম দিকে দ্বিতীয় অংশ রাখুন, তৃতীয় অংশটিকে উত্তর অথবা পূর্ব দিকে রাখা উচিত৷
৫. বাস্তু শাস্ত্র মতে, এমনভাবে সোফা রাখা উচিত যাতে কোনও অতিথি প্রবেশদ্বার থেকে বাড়িতে প্রবেশ করার সময় সোফার পিছনের অংশ চোখে পড়ে ৷
৬. সোফার গদি, কুশান, আনাচ-কানাচ পরিষ্কার করে নিলেও, এর তলার অংশটি নোংরা থাকে ৷ বাস্তু শাস্ত্র মতে সোফার নীচের অংশ নোংরা রাখা উচিত নয় ৷
আরো পড়ুন :- শনিবার ভগবান শনিদেবের পুজো করলে বিশেষ লাভবান হবেন এই রাশির মানুষরা
৭. বৈঠকখানা এমন ভাবে সাজাবেন যাতে, কোনও অতিথি প্রবেশদ্বার থেকে ঢুকে সোজা সোফায় এসে বসতে পারে। প্রবেশদ্বার থেকে সোফার কাছে আসার সময় যাতে তাদের কোনও বাধার সম্মুখীন না-হতে হয় ৷
৮.বসার সময় সোফায় যাতে কোনও ধরনের শব্দ না-হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাস্তু মতে এমন শব্দ বাড়িতে নেতিবাচক প্রভাবের জন্ম দেয়। এর ফলে পরিবারের শান্তি ভঙ্গ হয় ৷
আরো পড়ুন :- বিয়ের বাধা কাটাতে করুন এই কাজগুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )