Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :–
১) বাড়ির উত্তর-পূর্ব দেওয়ালে গণেশ জীর ছবি রেখে পূজা করুন অর্থ সমস্যা দূর হবে।।
২) বাড়ির ছাদে জল ও খাদ্যশস্য দানা রেখে পাখিদের খেতে দিন অর্থ-সম্পর্কিত বাধা এবং জটিলতা দূর হবে।।
৩) একটি ময়ূর পালক বাড়িতে রাখুন অনেক সুফল মেলে, জীবনের কষ্ট, নেগেটিভ এনার্জি ও টাকা পয়সার সমস্যা মেটাতে সাহায্য করে।।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৪) আয়ে বাধা, পরিশ্রম অনুসারে অর্থ উপার্জন করতে সক্ষম নন কোনও ভারী বা শক্ত জিনিস শয়নকক্ষের বাম কোণে রাখুন আর্থিক সঙ্কট দূর হবে।।
৫) ঘরে একটি আয়না এমনভাবে রাখুন যাতে এর প্রতিবিম্বটি বাড়ির আলমারিতে পড়ে এটি খরচ কমাতে ও পুঁজি বা সঞ্চয় বৃদ্ধি করে।।
৬) উত্তর-পূর্ব দিকে মাছের অ্যাকুরিয়ামে কালো ও সোনালী রং এর মাছ রাখুন জীবনের উন্নতি হবে।।
৭) ঘিয়ের প্রদীপে লবঙ্গ রেখে হনুমান জীর আরতি করুন বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে এবং অর্থ ভাগ্য উন্নতি হবে।।
৮) পূর্ব দিকের দেওয়ালে সূর্যোদয়ের ছবি লাগালে সমাজের সকলের সাথে সামাজিক সম্পর্ক ভালো হয়।।
৯) দক্ষিণ-পশ্চিম দিকে পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য একটি পারিবারিক ছবি সোনালী ফ্রেমে বাঁধিয়ে লাগালে শুভ ফল পাবেন।।
১০) পূর্ব দিকে সবুজ গাছ রাখুন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হবে।।
১১) কর্পূরের মধ্যে দুটি লবঙ্গ রেখে আরতি করুন আপনার আটকে যাওয়া সমস্ত কাজ খুব সহজেই হয়ে যাবে পাশাপাশি বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।।
১২) চাকরী বা পরীক্ষামূলক কোনও সমস্যা কাটিয়ে সৌভাগ্য ফিরে পেতে সঙ্গে রাখুন অশ্বত্থ পাতা।।
১৩) ধাতুর তৈরি ত্রিভুজাকৃতি অলংকার ধারন করুন বিভিন্ন সমস্যা কাটিয়ে সৌভাগ্য ফিরে পাবেন সহজেই।।
১৪) সাদা সরষের সাথে রক্তচন্দন পিষে কপালে টিপ দিন সকলের মন জয় করতে পারবেন।।
১৫) সন্তানের বই এর মধ্যে একটি ময়ুরের পালক রেখে দিন পড়াশোনাতে মন বসবে।।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।