Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের সকলেই জীবনেই যেকোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আর কখন বিপদ আসবে তা আমরা কেউ জানি না। তাই কথায় আছে, বিপদ কাউকে বলে আসে না। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে, বিপদ যখনই আসুক না কেন, সর্বদা শান্ত থেকে সমস্যার সমাধান করতে হবে। আর কালো তিলের মধ্যে রয়েছে নানা গুণাগুণ, আর আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে এক মুঠো কালো তিল। তবে চলুন কি ভাবে এই কালো তিল প্রয়োগ করবেন তা জেনে নেওয়া যাক —
আরো পড়ুন :- জানুন ২০২২ সালে শনির অবস্থা কেমন হবে, কোন রাশির উপর বক্র দৃষ্টি থাকবে ?
১. প্রতি শনিবার বা প্রতি অমাবস্যার দিন ( আপনার সুবিধা মতোন ) ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে অশ্বত্থ গাছের নীচে রেখে দিতে হবে, এর ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি ঘটবে।
২. বর্তমান সময়ে ঘরে ঘরে শারীরিক সমস্যা , আর শারীরিক সমস্যা দূর করতে একটি তামার পাত্রে দুধ, গঙ্গাজল ও কিছুটা কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন এবং ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এতে শারীরিক সমস্যা দূর হবে।
৩. ব্যবসা বা চাকরির সমস্যা করোনার পরে নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দূর করতে একটা তামার পাত্রে দুধ ও গঙ্গাজল মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে তা শনিবার অশ্বত্থ গাছে নীচে অর্পণ করে দিন, ব্যবসা বা চাকরিতে উন্নতি লাভ হবে।
৪. সকলেই চায় তার বৈবাহিক জীবন সুখের কাটুক। তাই পারিবারিক সুখ-শান্তি ও দাম্পত্য সমস্যা রুখতে এক মুঠো কালো তিল নিজের ও পরিবারের সকলের মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে তা বাড়ির উত্তর দিকে ছিটিয়ে দিন এবং তার পর পিছনের দিকে না তাকিয়ে চলে আসুন।
৫. বেশির ভাগ পরিবারেই অর্থহানি ঘটে শারীরিক সমস্যার জন্য। বাড়িতে প্রচুর অর্থহানি ঘটলে এক মুঠো কালো তিল একটা কালো কাপড়ে বেঁধে যে কোনও ব্যক্তিকে দান করে দিন। এর ফলে ধীরে ধীরে আর্থিক স্থিতি ঘটতে থাকবে।
৬. সাড়েসাতির সমস্যায় জর্জরিতরা একটু খারাপ সময়ের মধ্যে দিয়েই যান। যদি কোনো ব্যাক্তির জন্মকুণ্ডলীতে সাড়েসাতির সমস্যা চলতে থাকে , তাহলে শনি মহারাজের কু-প্রভাব থেকে বাঁচতে প্রতি শনিবার যে কোনও প্রবহমান জলে এক মুঠো কালো তিল ভাসিয়ে দিতে হবে। এর ফলে শনি মহারাজের সাড়েসাতির প্রভাব অনেকটা মুক্তি পাওয়া যাবে।
আরো পড়ুন :- ছেলে বা মেয়ের বিবাহে বাঁধা, সম্বন্ধ আসলেই তা ভেঙে যাচ্ছে , জ্যোতিষ মতে বিবাহের বাঁধা কাটান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)