আপনার পরিবার রোগব্যাধির জ্বালায় জেরবার ? মুক্তি পেতে মেনে চলুন বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bastu tips

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তু নিয়ম যাঁরা মেনে চলেন, তাঁরা প্রতিটি জিনিস, সেই অনুসারেই বাড়িতে রাখেন। বাড়ির গঠন ও সাজানো বাড়ির বাস্তুকে প্রভাবিত করে। সেই প্রভাবে বাড়ির সদস্যদের মধ্যে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। শরীর ও মনের অসুখ কিছুতেই ছাড়তে চায় না। বাস্তুদোষ কাটিয়ে উঠলে স্বাস্থ্য থাকে ভালো। ঝামেলা এলেও বাস্তুর সাধারণ কিছু নিয়ম মেনে চললে পরিবারের সকলেই সুস্থ ও স্বাভাবিক থাকতে পারেন। দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ বাস্তু টিপস —

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

বাস্তু অনুসারে বাড়ির পূর্ব ও উত্তর দিক হালকা ও নিচু এবং দক্ষিণ ও পশ্চিম দিক ভারী ও উঁচু হলে ভালো। তবে পূর্বে ভারী নির্মাণ হলে এবং পশ্চিমে সম্পূর্ণ ফাঁকা এবং নির্মাণ না হলে বাড়ির একজনকে অনিদ্রায় ভুগতে হতে পারে।

বাড়ির মালিক যদি উত্তর-পশ্চিম কোণে ঘুমান বা মাথা উত্তরে এবং পা দক্ষিণে রেখে ঘুমান, তাহলেও অনিদ্রা বা অস্থিরতা, মাথাব্যথা ও মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে।

 

 

বাড়ির ভূগর্ভস্থ জলের ট্যাংকের ভুল অবস্থাও অনেক রোগের কারণ।

দক্ষিণ-পশ্চিম দিকে প্রবেশদ্বার বা প্রাচীর বা ফাঁকা জায়গা থাকলে হার্ট অ্যাটাক, পক্ষাঘাত এবং হাড় ও স্নায়ুর রোগ হতে পারে।

মনে রাখবেন আপনার বিল্ডিংয়ের দেয়াল যেন সম্পূর্ণ নিরাপদ থাকে, সেখানে যেন কোনও ফাটল বা বিবর্ণ রং বা দাগ না থাকে।

দেওয়ালে পেইন্টিংও সাবধানে করা উচিত। আর তা না হলে কালো বা গাঢ় নীল রং নানাবির্ধ রোগ , পেটে গ্যাস, হাতে-পায়ে ব্যথা, কমলা বা হলুদ রঙের রক্তচাপ ও গাঢ় লাল রং রক্তের ব্যাধি বা দুর্ঘটনা ঘটাতে পারে।

আরো পড়ুন :- আর্থিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়

আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন