Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার বাড়িতে কি শিবলিঙ্গ আছে ? সকলের কাছে পরম পূজ্য দেবতা হলেন দেবাদি দেব মহাদেব বা শিব শঙ্কর। মহাদেব হলেন একদিকে সংহারের প্রতীক অন্য দিকে সমস্ত দেবতাদের দেবতা। তিনিই সৃষ্টি আবার তিনি আদি শক্তি। তার পূজা না করলে সংসারে ঘটে জলের চরম সংকট। অর্থাৎ যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা কিছু নিয়ম অবশ্যই মেনে মহাদেবের পুজো করুন তাহলে সংসার সুখের হবে।
এক নজরে দেখুন ——
১. প্রথমেই পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে মহাদেবকে রাখুন।
২. মহাদেবকে স্নান করান দুধ ও গঙ্গা জল দিয়ে। বিশেষ করে সোমবার। প্যাকেট থেকে একটা তামার পাত্রে দুধ ঢালুন তারপর পাত্র থেকে মহাদেব কে স্নান করান।
৩. জানেন তো আমরা সকলে তুলসী পাতার ব্যবহার করি সব দেবদেবীর পায়ে দেওয়ার জন্য। কিন্তু মহাদেবের পুজোতে তুলসী পাতা ব্যবহার করা যায় না।
৪. মহাদেবের মাথায় রোজ বেল পাতা দিন তাতেই প্রভু খুশি হবেন ও আশীর্বাদ করবেন।
৫. এটাও মনে রাখুন মহাদেবের মাথায় কখনো হলুদ দেবেন না। এতে অমঙ্গল হতে পারে।
আরো পড়ুন :- এই ৪ রাশির মহিলারা তার চেয়ে অল্প বয়সী পুরুষদের প্রতি বেশি আকর্ষিত হন
৬. মহাদেবকে সিঁদুর কখনো পড়াবেন না কারণ এতে বাড়ির পুরুষদের অমঙ্গল হতে পারে।
৭. পারলে তার মাথায় বেল পাতার সাথে কিছু সাদা ফুল দিতে পারেন।
৮. পাথর বাটিতে রেখে মহাদেবকে স্নান করান। এতে সংসারে ভালো হবে।
এই কিছু জিনিস মেনে চলুন তাতে আপনার ভালো হবে।
Highlights
1. আপনার বাড়িতে কি শিবলিঙ্গ আছে ?
2. কিছু জিনিস মেনে চলুন তাতে আপনার ভালো হবে
#শিবলিঙ্গ #Astro Tips