Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কেউ প্রেম বিবাহ করতে চান আবার কেউ বাড়ির মতে সম্বন্ধ দেখে বিয়ে করতে পছন্দ করেন। জ্যোতিষের গণনা অনুযায়ী জানা যেতে পারে জাতকের প্রেম বিবাহ হবে না সম্বন্ধ করে বিবাহ হবে। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী জন্ম তারিখ যোগ করে মূলাঙ্ক পাওয়া যায়। জন্ম তারিখ ২৯ হলে তাঁর মূলাঙ্ক হবে ২+৯=১১, ১+১=২। নিজের জন্ম তারিখের মূলাঙ্ক অনুযায়ী জেনে নিন ——-
মূলাঙ্ক ১- এই মূলাঙ্কের জাতকরা লাজুক স্বভাবের হন। নিজের ভালোবাসা প্রথমে ব্যক্ত করতে পারেন না। এঁদের প্রেম বিবাহ হওয়া যথেষ্ট সমস্যার।
আরো পড়ুন :- সাংসারিক নানা বিপর্যয়ের থেকে মুক্তি পেতে এই সব টোটকা মেনে চলুন
মূলাঙ্ক ২- এই মূলাঙ্কের জাতকরা অত্যন্ত চিন্তাভাবনা করে ভালোবাসা করে থাকেন। ভালোবাসায় বিশ্বাস করতেও সময় নেন। প্রেম বিবাহ করার চেষ্টা করেন এই জাতকরা। মূলাঙ্ক ২ চন্দ্রের প্রতীক।
মূলাঙ্ক ৩- বৃহস্পতির প্রতীক। প্রেম বিবাহে সাফল্য লাভ করেন এই রাশির জাতকরা।
মূলাঙ্ক ৪- রাহুর প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা একাধিক প্রেম সম্পর্কে জড়ান। বিয়ে করতে চাইলেও কিছু সময় অতিবাহিত হওয়ার পর এঁরা অন্যদের সঙ্গে পরকীয়া করা শুরু করে দেন।
মূলাঙ্ক ৫- বুধের মূলাঙ্ক। জাতকরা প্রথাগত সম্পর্ক পালন করতে বিশ্বাসী। পরিবারের সম্মতিতে বিয়ে করেন। আবার প্রেম বিবাহ করলেও পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেন।
আরো পড়ুন :- নতুন বছরে বাড়ি – গাড়ির স্বপ্ন পূরণ হতে পারে এই রাশির মানুষদের
মূলাঙ্ক ৬- প্রেম বিবাহে সাফল্য লাভ করেন। তবে একাধিক প্রেম সম্পর্কে জড়ানোর কারণে সঠিক ব্যক্তিকে হারিয়ে ফেলেন। মূলাঙ্ক শুক্রের প্রতীক।
মূলাঙ্ক ৭- প্রেম বিবাহে ইচ্ছুক হলেও তাতে কিছু করে উঠতে পারেন না। কেতুর প্রতীক। তবে প্রেম বিবাহ হোক বা সম্বন্ধ দেখে জীবনসঙ্গীকে মন থেকে ভালোবাসেন এই জাতকরা।
মূলাঙ্ক ৮- শনির প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা সহজে প্রেম সম্পর্কে জড়ান না। একবার মনোস্থির করলে প্রেম বিবাহে সাফল্য অর্জন করে থাকেন।
মূলাঙ্ক ৯- প্রেম বিবাহ থেকে দূরেই থাকেন। অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি ঝোঁক বেশি এই জাতকদের। এই মূলাঙ্ক মঙ্গলের প্রতীক।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি চলাকালীন কখন অশুভ ফল থেকে রক্ষা পাওয়া যায় জানুন
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল