আপনার ভাগ্যে শুক্র গ্রহ কি প্রভাব রাখে জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, বিদ্যুৎ ব্যানার্জী :- শুক্র বা শুক্রাচার্য এই গ্রহ বা দেবতার ভূমিকা আমাদের জীবনে গুরুত্বপূর্ন। শুক্র হল আপনার সৌন্দর্য,শুক্র আপনার স্ত্রী,আপনার ভোগ,বিলাসিতা,আপনার শরীরের ব্যাক্তিগত অংশ,আপনার নরম স্বভাবের দিক,আপনার সুন্দর ব্যাবহার। শুক্র দৈত্যগুরু এবং জ্ঞানী তাই শুক্র জ্ঞানকেও ইন্ডিকেট করে।

শুক্র হল আপনার ক্রিয়েটিভিটি,আপনার কলা,সংগীত,বিজ্ঞানের মধ্যে আপনার পদার্থ বিজ্ঞান,কিছুটা রসায়ন বিজ্ঞান,কম্পিউটার software এই সব বিষয়কে নিয়ন্ত্রিত হয়।

শুক্র গ্রহ যদি astronomy তে দেখেন তাহলে দেখবেন সবচেয়ে উজ্জ্বল গ্রহ। জ্যোতিষ এ শুক্রকে উজ্জ্বলতা, attractiveness, সৌন্দর্য,softness, নারী ইত্যাদি বিষয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি দেখবেন নারীদের মধ্যে উক্ত বিষয় গুলি থাকে। শুক্র কিন্তু ছলনাকে নির্দেশ করে।

শুক্রের কালপুরুষের চার্ট অনুযায়ী 2য় ভাব অর্থাৎ বৃষভ ও 7ম ভাব অর্থাৎ তুলা এই দুটি ভাব এর অধিপতি। একটা বিষয় লক্ষ‍্য করে দেখবেন , শুক্রের জাতকরা সৌন্দর্য প্রিয়,সুন্দর বিষয়ের প্রতি আকৃষ্ট হয়,এরা রোমান্টিক হয়,ভালবাসা প্রিয় হয়,এরা কর্কশ কথা সহ্য করতে পারে না। কালপুরুষের ভাব অনুযায়ী 2য় ভাব আপনার মুখের ভাষা,নতুন সদস্য আগমন ইত্যাদি এগুলো সব কিন্তু শুক্র গ্রহ দ্বারা নির্ভর। কলি যুগে কিন্তু আপনার ভৌতিক সুখ শুক্রের জন্য হয়। আর এটা দ্বিতীয় স্থান নির্ভর করে। দ্বিতীয় ভাবে শুক্র থাকলে দেখবেন আপনার কণ্ঠ মিষ্টি।
যদি আপনি 7ম ভাবে দেখেন ওটা আপনার spouse এর ঘর যেটা শুক্র দ্বারা পরিচালিত। 7ম ভাবে শুক্র থাকলে দেখবেন আপনার স্ত্রী দেখতে সুন্দর।

শুক্র সাধারণত শনি,বুধ,রাহু এই তিনটি গ্রহ এর সাথে যায়।

শুক্র এবং বুধ এর সাথে লক্ষ্মী যোগ করে কেউ বলে আবার ব্যাভিচার যোগ করে।

শুক্র রাহু ও কেতু সঙ্গে যুক্ত হয়ে জরত্ব বা লাম্পট্য যোগ করে। দেখা যায় জাতক এর উন্নতি কম হয়এবং বহু প্রেম হয়। জাতকের প্রেম হয় এবং ব্রেক ও হয়।

শুক্র যদি পীড়িত বা নিচ থাকে তবে কিন্তু মহিলা/পুরুষদের প্রতি আকৃষ্ট হয় এবং সাপোর্ট পাওয়া যায় না।

শুক্রের 3 টি নক্ষত্র ভরণী,পূর্বফাল্গুনী,পূর্বসাড়া।

শুক্র 5ম,7ম,9ম এ ভাল ফল দেয় না। ( যদিও এই বিষয় বিচারণীয়)। ভুল ত্রুটি মার্জনীয়।

শুক্র গ্রহ নিয়ে দুই চার কথা :-(দ্বিতীয় পার্ট)

শুক্র গ্রহের একটি দৃষ্টি শুধু 7ম দৃষ্টি।
জটিষে বৃহস্পতির পর শুক্রকে নৈসরগিক শুভ গ্রহ মানা হয়।
শুক্র গ্রহ নিচ হয় কন্যা রাশিতে এবং উচ্চ হয় মিন রাশিতে এছাড়া শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা।

শুক্র গ্রহ জল তত্ত্বের গ্রহ।
শুক্র গ্রহের দুটি রাশি বৃষ(পৃথিবী তত্ত্ব),তুলা(বায়ুরাশি)।

আরো পড়ুন :- ভক্তি সহকারে পূজা করুন বাবা মহাদেবকে ! জীবনে পাবেন শান্তি

🔴 শুক্র যদি আপনার লগ্নে থাকে :- আপনি অ্যাট্রাক্টিভ হবেন,সুন্দর হবেন,সৌখিন হবেন,সুন্দর জিনিস এর প্রতি আকৃষ্ট হবেন,বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন,সংগীত কলায় রুচি থাকবে,আপনি সুগন্ধি দ্রব্যের প্রতি আকৃষ্ট হবেন,আপনি সুন্দর বস্ত্র পরিধানে রুচি রাখবেন,আপনি ক্রিয়েটিভ নেচারের হবেন,সুন্দর চরিত্রবান ও গুনবান হবেন।
তবে শুক্র যদি মঙ্গল,রাহু,কেতু দ্বারা যুক্ত হয় এবং নিচ হয় বা দৃষ্ট হয় আপনার চরিত্রের অবনতি হতে পারে। ইত্যাদি

🔴 দ্বিতীয় ভাবে শুক্র :- আপনি ধনবান হতে পারেন,আপনার বাণী মধুর হবে,গান না শিখলেও আপনার গলা ভাল হবে,আপনার আত্মীয় স্বজন দের সাথে সম্পর্ক ভাল হবে,আপনার নতুন সদস্যের আগমন হবে,আপনি খাবারে রুচি রাখবেন আপনার সন্তান ও স্ত্রী এর প্রতি ভাল সম্পর্ক গড়ে উঠবে।ইত্যাদি

🔴 তৃতীয় ভাবে শুক্র :- আপনি সুন্দর স্থানে ভ্রমণ করতে ভাল বসবেন, আপনার হাতের লেখা,রান্না বা অন্যান্য কাজ ভাল হবে,ক্রিয়েটিভ হতে পারেন,আপনার এক বা একাধিক ভাই বোন থাকতে পারে,তবে বিবাহিত জীবনে সুখ নাও পেতে পারেন।সুন্দর কাজের প্রতি আকৃষ্ট হবেন।কম্পিউটার সফ্টওয়ার ইত্যাদি বিষযে রুচি থাকবে। ইত্যাদি

শুক্র গ্রহ নিয়ে দুই চার কথা :-

🔴 শুক্র 4থ ঘরে :- যদি উচ্চ বা পীড়িত না হয়ে বসে থাকে তবে বন্ধুদের কাছে সাহায্য পাবেন,তবে মায়ের জায়গা ভাল নাও হতে পারে, শুক্র যদি 4থ ভাবে নিচ বা পীড়িত হয় তবে চরিত্র দোষ হতে পারে বা অন্যের স্ত্রীর প্রতি আকৃষ্ট হতে পারে জাতক। তবে 4থ ভাবে শুক্র আপনার গাড়ি বা বাহন সুখ প্রদান করতে পারে। শুক্র 4থ হাউসে থাকলে ভাল সঙ্গীতকার হতে পারে,অ্যাট্রাক্টিভ হতে পারে,পরপোকারী,দানি হতে পারে। ইত্যাদি

🔴 শুক্র 5ম ভাবে :- শুক্র 5ম ভাবে ভাল ফল প্রদান করে,জাতক প্র্যাক্টিকাল হয়,জাতক বিলাসিতা পছন্দ করে,জাতকের প্রেমজ সম্পর্ক হয়, তবে জাতক একাদিক সম্পর্কে লিপ্ত হলে শারীরিক ও মানসিক দিকে ভেঙে পড়তে পারে,ব্র্যান্ড এর প্রতি আকৃষ্ট হয়,পড়াশুনাতে ভাল হয়,জ্ঞান বান হয়,শিক্ষিত হয়,সন্তান ভাল হয়,জাতকের সংগীত,কলাতে রুচি থাকে,জাতকের কন্যা সন্তান হতে পারে,কন্যা সৌভাগ্যশালী হয়, জাতকের অর্থ ভাল হতে পারে। ইত্যাদি

🔴 6ম এ শুক্র :- অতটা ভাল ফল প্রদান করে না শত্রুহন্তা করে,মন হতাশাগ্রস্ত করে,অর্থহানি করে,একাদিক প্রেমজ সম্পর্কে লিপ্ত করে যদি শুক্র খারাপ থাকে,জাতকের প্রাইভেট পার্ট এ সমস্যা দিতে পারে। আপনি শারীরিক ও মানিসক দিক থেকে দুঃখী হতে পারেন,আপনার ব্যায় বৃদ্ধি পেতে পারে ইত্যাদি

আরো পড়ুন :- এই ৪ রাশির মহিলারা তার চেয়ে অল্প বয়সী পুরুষদের প্রতি বেশি আকর্ষিত হন

🔴 শুক্র 7ম ভাবে :- শুক্র যদি 7ম ভাবে অবস্থান করে স্ত্রী/বর দেখতে আকর্ষণীয় হয়,সৌখিন হয়,ছল চাতুর্যতে পারদর্শী হয়,পার্টনারশিপ ভাল হয়,ব্যাবসাতে জাতক উন্নতি করে,জাতক নিজেও বেশ আকর্ষণীয় হয়,কলা বিদ্যায় রুচি থাকে,বিবাহের পর ভাগ্য উন্নতি হতে পারে,ভাল জ্ঞানবান হয়,7ম এ শুক্র কামুকতা দেয়,সুন্দর ব্যাবহার হয়।
যদিও সূত্র অনুযায়ী শুক্র হল 7ম ভাবের মালিক,বলা হয় ভাবপতি ভাব নষ্ট করে বিবাহিত জীবনে সুখ হয় না। কিন্তু আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি 7ম ভাবে শুক্র ভাল ফল প্রদান করে ( তবে এই বিষয় বিচারণীয়) ।

🔴 8ম এ শুক্র :- 8মে শুক্র বিবাহিত জীবনে ভাল নয়,তবে ধনবান হতে পারে জাতক,জাতকের গুপ্ত রোগ হতে পারে,জাতকের গুপ্ত বিদায় রুচি থাকতে পারে,একাদিক অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে,জাতক রহস্যময় হতে পারে।

🔴 9 মে শুক্র :- শুক্র যদি নবম ভাবে বলবান এবং কারক হয় তবে জাতক ভাগ্যবান,ধনবান,ধার্মিক,পিতার সাথে মানিয়ে চলতে পারবে। জাতকের স্ত্রী সুখ ভাল হয়। জাতক মেহনতি হয়,সংগীত কলায় পারদর্শী হয়। পীড়িত হলে বিপরীত প্রভাব পাবে।

🔴 10 মে শুক্র :- জাতক জনপ্রিয় হতে পারে,বন্ধু ভাগ্য ভাল হয়, সুন্দর কর্মের সাথে যুক্ত হতে পারে,ধনবান হতে পারে,বাহন সুখ,ঘরবাড়ি সুখ ভাল পেতে পারে।মহিলা মহলে ভাল জনপ্রিয় হয়,ভাল কর্মের 7এ যুক্ত হয়,তবে কামুকতা বাড়িয়ে দেয় ।মঙ্গল,রাহু কেতু যুক্ত হলে ক্যারেক্টার খারাপ হতে পারে যার দরুন কর্মচুতি হতে পারে। 10 এ শুক্র ভাল সংগীত শিল্পী,বিলাসিতা জনিত জিনিসের ব্যাবসায়ী হয়,কাপড় ব্যাবসায়ী,ভাল বিজ্ঞানী ইত্যাদি হতে পারে।

🔴 11 এ শুক্র :- জাতক সৌখিন হয়,সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, ভাল ব্যাবসায়ী,সংগীতজ্ঞ,কলাবিদ্যায় পারদর্শী হয়,জাতক ভাল অভিনেতা হতে পারে,জাতক ভাল জ্ঞান বান হয়,সুন্দর ব্যাবহার হয় জাতকের,মহিলাদের দ্বারা বিশেষ লাভ পায়,জাতকের নতুন সদস্য বৃদ্ধি করে,জাতক ভৌতিক সুখ লাভ করে।

🔴 12 এ শুক্র :- 12 এ বলবান শুক্র ভাল ফল দেয়, এখানে শুক্র সজ্জা সুখ,ভোগ বিলাস প্রদান করে।ব্যাক্তি সুখ ও সুবিধার প্রতি ছুটে বেড়ায়,বিদেশ যাত্রা ভাল হয়,ভাল অর্থ বান হতে পারে। অনেক সময় চোখ এর সমস্যা দেয়,পীড়িত হলে গুপ্ত অঙ্গের সমস্যা দেয়, এখানে শুক্র যদি মঙ্গল দৃষ্ট হয় জাতকের চরিত্রের প্রশ্ন চিন্হ দেখা যায়। লক্ষ্য করে দেখবেন কালপুরুষের চার্ট অনুযায়ী শুক্র 12 ভাবে উচ্চ হয়,তাই আমার মতে 12 ভাবে একমাত্র শুক্র ভৌতিক সুখ প্রদান করে।

উপরিউক্ত আলোচনা সাধারণ দৃষ্টিভঙ্গিতে আলোচিত, শুক্রকে শুধু ভাব দেখে বিচার করা ঠিক নয়,অন্যান্য বিষয় গুলিও গুরুত্বপূর্ন। পুরো চার্ট বিশ্লেষণ করা প্রয়োজন।

————————————————————————–

পুর হোরোস্কোপ বিশ্লেষণ করতে যোগাযোগ করুন:-

বিদ্যুৎ ব্যানার্জী
মেমারী,পূর্ব বর্ধমান( বাড়িতে চেম্বার)
(অনলাইনে প্রেডিকশন দেওয়া হয়)

যোগাযোগ – 9735587023

Bangla news dunia Desk

মন্তব্য করুন