Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আপনার রাশি যা, সেই অনুযায়ী বেছে নেওয়া উচিত সঠিক পেশার ক্ষেত্র। এমনই বলছে জ্যোতিষ শাস্ত্র। জেনে নিন রাশি অনুযায়ী, আপনার কোন ধরনের পেশায় থাকা উচিত —
মেষ : এই রাশি ঝুঁকি নিতে ভালোবাসেন। তাঁরা ঝুঁকি নিয়ে সফলও হন। সবচেয়ে ভালো পেশা হল ব্যবসা করা বা টেলিভিশন-মিডিয়া সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত হওয়া।
বৃষ : এঁদের জন্য সেরা পেশা হল শিক্ষকতা। এতে নিজের পাশাপাশি আরও বহু মানুষেরও উপকার করতে পারেন তাঁরা।
মিথুন : এমন কোনও কাজের সঙ্গে যুক্ত হন, যার সঙ্গে প্রযুক্তির সম্পর্ক আছে। আরও ভালো হয় যদি তার সঙ্গে সৃজনশীল কিছুরও সম্পর্ক থাকে। চিকিৎসা বা মেডিক্যাল সংক্রান্ত কাজে যুক্ত হতে পারেন।
আরো পড়ুন :- মঙ্গলের গোচরে তৈরি হয়েছে বিশেষ ষড়ষ্টক যোগ ! প্রভাবিত হবে বেশ কিছু রাশি
কর্কট : সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে এঁরা নাম করতে পারেন।
সিংহ : যদি মার্কেটিং সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত হন, তাহলে উন্নতির প্রবল যোগ রয়েছে। ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হলেও তাঁরা উন্নতি করতে পারেন।
কন্যা: এঁরা যদি এমন পেশায় যান, যেখানে মৌলিক লেখালিখির সুযোগ রয়েছে বা এঁরা যদি সাহিত্যচর্চার বিষয়গুলি বেছে নেন, তাহলে উন্নতি হতে পারে।
তুলা : এঁরা যদি ট্রাভেল এবং ট্যুরিজম সংক্রান্ত কোনও পেশার সঙ্গে যুক্ত হন, তাহলে উন্নতি করবেন।
আরো পড়ুন :- উত্থান হচ্ছে গ্রহের রাজকুমার বুধের ! যার প্রভাব পড়বে ৫টি রাশির জীবনে
বৃশ্চিক : যদি পুলিশের পেশায় যান, বা ডেটা অ্যানালিসিস করার মতো কাজ করেন, তাহলে উন্নতি হতে পারে।
ধনু : এই রাশির মানুষেরা যদি রাজনীতিতে যান, তাহলে তাঁরা উন্নতি করতে পারেন।
মকর : সবচেয়ে ভালো জায়গা হল প্রযুক্তি নির্ভর কোনও ক্ষেত্র। এঁরা প্রযুক্তির মাধ্যমে খুব ভালো আয়ত্ত করতে পারেন।
কুম্ভ : ফ্যাশন ডিজাইনিং একটি দারুণ কাজ হতে পারে। এছাড়াও অন্য সৃজনশীল কাজও এঁদের জন্য ভালো।
মীন : এঁরা যদি মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেন, উন্নতি করতে পারেন। এছাড়াও ছবি আঁকার মতো ক্ষেত্রেও এঁরা উন্নতি করতে পারেন।
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না