Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র : – আপনার সময় খারাপ যাচ্ছে ? আমাদের সমগ্র জীবন নানা সমস্যায় ভরা। কিন্তু জানেন কি আপনার জীবনে গ্রহ গুলি শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে। তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় কোনো গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে। তখন বুঝতে হবে গৃহে বা কর্মক্ষেত্রে কোনো বাস্তু দোষ আছে। কোন জিনিস কোন জায়গায় রাখলে শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে বা কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রে রাখা উচিত নয়, তা জেনে রাখা দরকার।
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
১. আপনার বাড়িতে কোনও বিবাহ যোগ্য কন্যা থাকলে তার ঘরের দরজার বাইরের দিকে পিওনি ফুলের ছবি লাগান। ভাল ফল পাবেন।
২. বাড়ির সকল সদস্যদের সম্পর্কের উন্নতি করতে গোলাপি বা হলুদ রঙের কৃত্রিম ফুল দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে পারেন।
৩. আপনার বাড়ির বাচ্চাদের পড়ার ঘরের উত্তর-পূর্ব কোণে চারটি স্ফটিক বল ঝুলিয়ে রাখুন।
৪. নিজের অফিস থাকলে, সেখানে নিজের ছবি রাখা হলে, তাতে যশ ও মান বৃদ্ধি হয়।
৫. জানেন কি বাড়ির দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে গৃহে শান্তি ফিরে আসে।
৬. বাড়িতে কোনও হিংসাত্মক ছবি বা কোনও যুদ্ধের ছবি রাখা উচিত নয়।
৭. কোনও অস্বাভাবিক চেহারার মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়। এতে সমস্যা আসে।
৮. বাড়িতে গলা কাটা বা কোনও শিকারের ছবি একদম রাখা উচিত নয়।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)