Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার সময় খারাপ যাচ্ছে ? আমাদের সমগ্র জীবন নানা সমস্যায় ভরা। কিন্তু জানেন কি আপনার জীবনে গ্রহ গুলি শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় কোনো গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে তখন বুঝতে হবে গৃহে বা কর্মক্ষেত্রে কোনো বাস্তু দোষ আছে। কোন জিনিস কোন জায়গায় রাখলে শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে বা কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রের রাখা উচিত নয়, তা জেনে রাখা দরকার।
দেখে নিন এক নজরে —–
১. আপনার বাড়িতে কোনও বিবাহ যোগ্য কন্যা থাকলে তার ঘরের দরজার বাইরের দিকে পিওনি ফুলের ছবি লাগান। ভাল ফল পাবেন।
২. বাড়ির সকল সদস্যদের সম্পর্কের উন্নতি করতে গোলাপি বা হলুদ রঙের কৃত্রিম ফুল দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে পারেন।
৩. আপনার বাড়ির বাচ্ছাদের পড়ার ঘরের উত্তর-পূর্ব কোণে চারটি স্ফটিক বল ঝুলিয়ে।
৪. নিজের অফিস থাকলে, সেখানে নিজের ছবি রাখা হলে, তাতে যশ ও মান বৃদ্ধি হয়।
আরো পড়ুন :- ধনতেরাসে ঘরে সৌভাগ্য আনতে মেনে চলুন কিছু নিয়ম !
৫. জানেন কি দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে গৃহে শান্তি ফিরে আসে।
৬. বাড়িতে কোনও হিংসাত্মক ছবি বা কোনও যুদ্ধের ছবি রাখা উচিত নয়।
৭. কোনও অস্বাভাবিক চেহারার মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়। এতে সমস্যা আসে।
৮. বাড়িতে গলা কাটা বা কোনও শিকারের ছবি একদম রাখা উচিত নয়।
এই ছোট্ট ছোট্ট কিছু টিপস মেনে চললে আপনি ভালো থাকবেন।
Highlights
1. আপনার সময় খারাপ যাচ্ছে ?
2. ছোট্ট ছোট্ট কিছু টিপস মেনে চললে আপনি ভালো থাকবেন
#Vastu #Astro Tips