Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখেন। জন্ম কুণ্ডলীতে উপস্থিত গ্রহের অবস্থান জীবনে ঘটে যাওয়া শুভ ও অশুভ ঘটনার ক্ষেত্রে ভূমিকা পালন করে। গ্রহের অশুভ অবস্থানের কারণে নানা রকম ত্রুটির সম্মুখীন হতে হয়। গ্রহদোষের ফলে নানা সমস্যা ও সংকটের কারণ হয়ে দাঁড়ায়। যদি গ্রহের দোষ এড়াতে চান, তাহলে অবশ্যই কিছু জিনিস রান্নাঘরে রাখতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রান্নাঘরে কিছু জিনিস গ্রহের দোষের প্রভাব দূর করে। তবে এরই সাথে কিছু নিয়ম পালন করতে পারেন। তবে তা জেনে নিন —–
১. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রাশিতে সূর্য শক্তিশালী থাকলে সমস্ত ক্ষেত্রে উন্নতি লাভ হয়। সূর্য দুর্বল হলে সম্মান হ্রাস পায়। দেশি ঘি, কেশর এবং গমের তৈরি জিনিস রান্নাঘরের একটি জায়গায় রেখে দিন, এতে উপকৃত হবেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
২. যাদের কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান দুর্বল তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। এর জন্য প্রতিদিন তুলসীতে জল নিবেদন করা উচিত। এরই সাথে জল, দুধ, ভাত ইত্যাদি জিনিস দান করাও উপকারী।
৩. বাড়িতে নানা রকম সমস্যায় তৈরি হলে। হনুমানজিকে মিষ্টি ও রুটি নিবেদন করুন। লাল রঙের ফল বা সবজি দান করা উপকারী।
৪. যদি বৃহস্পতির অবস্থান দুর্বল থাকে, তবে বিবাহ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বাধার সম্মুখীন হতে হয়। এর থেকে মুক্তি পেতে হলুদ, কেশরের পাশাপাশি রান্নাঘরে ব্যবহৃত হলুদ জিনিস দান করতে পারেন।
৫. কুণ্ডলীতে শনির দোষ থাকলে, সেই ব্যক্তি যে কাজই করুন তাতে ব্যর্থ হয়ে থাকেন। এর থেকে মুক্তি পেতে সরষের তেল, কালো তিল দান করলে শনির দোষ কমে যায়।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।