আপনি কি নিজের সংসারের মঙ্গল চান ? দেখুন কিছু সহজ বাস্তু টিপস

By Bangla news dunia Desk

Published on:

bastu tips

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আপনি কি নিজের সংসারের মঙ্গল চান ? বাড়ি তৈরি করার পর সেই বাস্তু শাস্ত্রের নিয়ম না মেনে অনেক জিনিসের কথাই আমরা ভুলে যাই। এমন অনেকেই আছেন যারা বাড়িতে বাগান পরিচর্যা করতে পছন্দ করেন। অনেক সময় জায়গার অভাবে টবে গাছ লাগান। এমন কিছু গাছ আছে, যেগুলো কখনই বাড়িতে লাগানো উচিত নয়। এতে নানা সমস্যা সংসারে লেগে থাকে।

আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির

আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

দেখুন সেই সব বাস্তু টিপস ——

১.  কুল গাছ বাড়িতে লাগালে লক্ষ্মীর দেবীর বাস উঠে যায় বাস্তুশাস্ত্র মতে। তাই বাড়িতে অশুভ শক্তিকে ডেকে না আনতে চাইলে কখনই কুল গাছ লাগানো উচিত নয়।

 

২. বাড়িতে খেজুর গাছ  লাগালে দারিদ্রতা থেকে মুক্তি পায় না। সেই বাড়িতে অর্থ সংকটের পাশাপাশি শারীরিক অসুস্থতা লেগেই থাকে। তাই বাস্তু শাস্ত্র মতে বাড়িতে খেজুর গাছ না লাগানো উচিত।

 

niladri-misra

 

৩. তেঁতুলের স্বাদ যেমন টক সেই গাছ বাড়িতে লাগালে আয় উন্নতিতে সমস্যা হয়। সকলের শারীরিক সমস্যাও দেখা দেয়।

৪. বাঁশ গাছ বাড়িতে লাগালে সমস্যা আপনার সাথে লেগেই থাকে।

৫. বাড়িতে বনসাই গাছ কখনোই লাগানো উচিত নয় এতে নানা সমস্যা আসে।

৬. শাস্ত্র মতে আমলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন। বাড়িতে সেই গাছ লাগানোর মাধ্যমে সমস্ত সমস্যা দূর হয়।

৭. অশোক গাছ বাড়িতে থাকলে সমস্ত ধরণের সমস্যা দূর হয় এবং ঘর থেকে নেতিবাচকতা দূর হয়।

এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।

আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন