Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- আমাদের জীবনে চলার পথে বিভিন্ন বাধার সমুখীন হতে হয়। আর ওই বাধা অতিক্রম করেই জীবনে এগিয়ে যেতে হয়। তবে আমরা সকলেই চাই সুখ – শান্তি চাই। কিন্তু বাস্তবের জীবন অনেকটাই আলাদা হয়। তবে আমাদের জীবনের বিভিন্ন ভালো মন্দের সাথে আমাদের বাস্তু জড়িয়ে রয়েছে। তাই বাস্তুর সঠিক পথ মেনে চললেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। চলুন বিভিন্ন সমস্যা থেকে মুক্তির কিছু বাস্তু টিপস জেনে নেওয়া যাক।
১. বাড়ির বসার ঘর সর্বদা পরিষ্কার পরিছন্ন রাখুন। এছাড়া বসার ঘরে সাধু সন্যাসীর জপ করছে সেই ছবি লাগান। এতে পরিবারে সুখ – সমৃদ্ধি বৃদ্ধি পায়।
২. যেই ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দেওয়া হয় সেই ঝাঁটা কখনোই পা দিয়ে সরাতে নেই। এতে অমঙ্গল হয়।
আরো পড়ুন :- বাড়ির এই জিনিস গুলো সঠিক জায়গায় রাখুন , নয়তো মারাত্মক ক্ষতি হতে পারে।
৩. ঘরের সকল দরজা জানালার পর্দা সর্বদা পরিষ্কার পরিছন্ন রাখুন।
৪. কোনো ভাঙা পাত্রে খাবার খাবেন না। বাড়িতে কোনো ভাঙা পাত্র রাখবেন না। বাড়িতে ভাঙা পাত্র থাকলে আজই বাড়ির বাইরে বের করুন।
৫. প্রতিদিন সকালে নিজে কিছু খাবার গ্রহণ করবার আগে পশু পাখিকে খাবার খাওয়ান। যেমন – কাক , কুকুর , গরু যাদের মুড়ি , রুটি , ভাত , বিস্কুট এই সকল জিনিস খাওয়াতে পারেন।
৬. ঘরের ফুল দানিতে ফুল রাখলে সেই ফুল শুকিয়ে যাবার আগেই ঘর থেকে বের করুন।
৭. প্রতিদিন সন্ধ্যা বেলায় ঠাকুরের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান আর তার মধ্যে একটি লবঙ্গ রাখুন। এছাড়া বাড়ির তুলসী গাছে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জালান।
৮. বাড়ি তৈরির সময় দেখবেন যাতে একই লাইনে তিনটি দরজা না থাকে। এটা অত্যান্ত অশুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- বাস্তুর এই নিয়মগুলি সঠিক ভাবে পালন করলে জীবনে সাফল্য ও আর্থিক উন্নতি আসবেই
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)