Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি কি সরকারি চাকরি পাবেন ? সরকারি চাকরি পাওয়ার জন্য পরিশ্রম অনেকে করেও, সেখান থেকে যথাযথ ফল হাতে পান না। সরকারি পরীক্ষার প্রস্তুতিতে কঠোর পরিশ্রম দরকার, তেমনই লুকিয়ে রয়েছে জ্যোতিষ শাস্ত্রের সংখ্যা তত্ত্ব। একনজরে দেখে নেওয়া যাক সরকারি পরীক্ষা নিয়ে কী বলছে সংখ্যা তত্ত্ব।
এক নজরে দেখুন ——–
১. আপনি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র। এই ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।
২. মাসের ১, ১৯, ১০, ২৮ তারিখে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তারা সরকারি চাকরির ক্ষেত্রে সাহসী কোনও পদ পায়। সেক্ষেত্রে সিভিল সার্ভিসেস বা সেনায় নিযুক্তির পরীক্ষায় বসলে সাফল্য আসতে পারে।
৩. যারা ২,১১,২০,২৯ তারিখ জন্মেছেন, তাঁরা ডেস্ক জব বা কোনও দফতর সংক্রান্ত যেমন ক্লার্কও বা কোনো অফিসার পদের জন্য সরকারী পরীক্ষায় বসতে পারেন। সংখ্যাতত্ত্ব বলছে এতে সাফল্য পাবেন।
আরো পড়ুন :- নতুন বাড়িতে রঙ করবেন ভাবছেন ! বাস্তু মেনে করুন
৪. মাসের ৩,১২,২১,৩০ তারিখে যাঁরা জন্মেছে তারা একটু কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে চাকরি পেতে পারে।
৫. মাসের ৪,১৩,২২,৩১ সংখ্যায় যাঁরা জন্মেছেন , তাঁরা রেল বা কোনো উৎপাদন মূলক সরকারী চাকরির জন্য যদি চেষ্টা করেন।
আপনিও দেখুন আপনারটা।
Highlights
1. আপনি কি সরকারি চাকরি পাবেন ?
2. আপনি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র
#Astro Tips #JOB