Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমাদের জীবনে নানা সময় নানা সমস্যা লেগে থাকে। তার থেকে মুক্তি পাওয়ার নানা পথ আছে। যদি ভক্তি ভরে ঈশ্বরের আরাধনা করা যায় তাহলে সমস্যা কমে। আজ সেরকমই একটা টিপস আপনাদের সামনে রাখবো।
জীবনের সব সমস্যা মিটবে এই দুর্গাপুজোয়। দুর্গা পুজোর দিন গুলিতে জবাফুলের সঙ্গে শমী পাতা দেবীকে অর্পণ করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। ফলে পরিবারে সুখ-শান্তির আগমন ঘটে এবং ব্যক্তি সমস্ত সংকট থেকে দূরে থাকে। পুরা কালে একদা রাজা দশরথ বিজয়াদশমীর দিনে শমী গাছ থেকে স্বর্ণ মুদ্রা লাভ করেন। তার পর থেকেই দশমীর দিনে শমী গাছের পুজোর প্রথা শুরু হয়। এ ছাড়াও একটি অন্য কাহিনি সম্পর্কে জানা যায়। রামায়ণকালে রাম দুর্গা পুজোর পাশাপাশি শমী গাছের পুজোও করেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
তন্ত্র শাস্ত্র অনুযায়ী শমী পাতা নিয়মিত দুর্গাকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। মা দূর্গা তার সমগ্র পরিবারের ওপর নিজের আশীর্বাদ বর্ষণ করেন। দুর্গাকে নিয়মিত শমী পাতা অর্পণ করলে রোগ-শোকের পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
ভালো ভাবে সিঁদূর লাগানো শমী পাতা হাতে নিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করুন। সেই শমী পাতা দুর্গাকে অর্পণ করুন। পাতাটি দেবীর মস্তকে রাখবেন। দুর্গার পাশাপাশি গণেশকেও শমী পাতা অর্পণ করবেন। এর ফলে জীবনে শুভ শক্তির প্রভাব বজায় থাকবে।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।