Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আগামী শুক্রবার চন্দ্রগ্রহণ হতে চলেছে। তবে বৈজ্ঞানিক ভাষায় সেটিকে পুরোপুরি চন্দ্রগ্রহণ করা হয় না। তবে জ্যোতিষ শাস্ত্রে দিনটার আলাদা বিশেষ গুরুত্ব আছে। আবার বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হবে। তার ফলে একাধিক রাশির মানুষের জীবনে অত্যন্ত শুভ প্রভাব পড়বে। দেখুন সেই সব রাশি গুলি সম্পর্কে —-
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
মিথুন রাশি- এবার চন্দ্রগ্রহণের ফলে মিথুন রাশির মানুষেরা বিশেষ ভাবে লাভবান হবেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্র এবং মঙ্গলের যুতির ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।
সিংহ রাশি- এবার চন্দ্রগ্রহণের ফলে সিংহ রাশির মানুষের জীবনে শুভ প্রভাব পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে ভালো জায়গায় থাকবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের শুরু করতে পারবেন। চাকরি এবং ব্যবসায় ভালো ফল মিলবে।
মকর রাশি- এবার মকর রাশির মানুষের উপর চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যাঁরা চাকরি করেন, তাঁরা বেতন বৃদ্ধির খবর পাবেন। যারা নয়া চাকরির সন্ধানে আছেন, তাঁরা বড়সড় সুখবর পেতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির উপর চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আত্মবিশ্বাস বাড়বে কুম্ভ রাশির মানুষের। চাকরিতে অনুকূল সময় কাটবে। বড় কোনও কাজে কুম্ভ রাশি দায়িত্ব পাবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করবে শুক্র ! প্রেম জীবনে বিপুল উন্নতি বেশ কিছু রাশির
আরো পড়ুন :- মে মাসে রাশি পরিবর্তন করবে একাধিক গ্রহ ! ফলে ভাগ্য খুলবে ৪টি রাশির
আরো পড়ুন :- জ্যোতিষশাস্ত্র মতে অস্ত যাচ্ছে বুধ ! ভাগ্য বদলে যাবে ৩টি রাশির
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)