Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- একবার ঋণ নিলে কিছুতেই শোধ হতে চায় না। আসতে আসতে ঋণের বোঝা বাড়তে থাকে। একটি ঋণ শোধ হতে না হতেই আরো কিছু ঋণের বোঝা মাথায় চেপে বসে। হাজার চেষ্টা করেও ঋণ থেকে মুক্তি পাওয়া যায় না। প্রতি মাসেই ঋণ পরিশোধ করতে গিয়ে উপার্জনের বেশির ভাগটাই চলে যায়।
এই সমস্যা প্রায় প্রতিটি মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর এর সাথে জীবনে দেখা দেয় বিভিন্ন সমস্যা। আর এই ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন কিছু টোটকা।
আরো পড়ুন :- বাস্তুশাস্ত্রে এই আটটি দিক খুবই গুরুত্বপূর্ণ , নিয়ম মেনে গুছিয়ে নিন বাড়ি
১. আপনি যদি ঋণগ্রস্থ হন তবে , শুক্লা পক্ষের প্রথম শুক্রবার একটু নারকেলের উপর সিঁদুরের তিলক একে , আর্থিক সমস্যার সমাধানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। এর পর ওই নারকেলটিকে একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির টাকা – পয়সা রাখার জায়গায় রেখে দিন। খুব দ্রুত উপকার পাবেন।
২. বাড়িতে গৃহ দেবতার পুজোর সময় প্রদীপে সাদা সলতের পরিবর্তে লাল সলতে ব্যবহার করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধি ঘটে ও শ্রীবৃদ্ধি হয়।
৩. সব সময় দেখবেন বাড়িতে যাতে বেশি পরিমানে ঝুল ও নোংরা না জমে এতে আর্থিক কষ্ট ও ঋণে জড়িয়ে পড়ার সম্বাভনা থাকে।
৪. বাড়ির জল নিকাশি ব্যবস্থা সর্বদা উত্তর – পূর্ব দিকে করা শুভ। এর ফলে আর্থিক সমৃদ্ধি হয় ও ঋণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৫. বাড়ির বাস্তুতে সমস্যা থাকলে , মানুষ ঋণে জড়িয়ে পড়তে পারে। তাই বাড়ির বাস্তুতে কোনো দোষ আছে কি না , তা কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন।
আরো পড়ুন :- বাড়ির কোনো শুভ কাজে এই জিনিস গুলো ব্যবহার করবেন না , হতে পারে অমঙ্গল
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)