এই অক্টোবরে কোন রাশির আয় কেমন হবে জানুন !

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- 

১. মেষ রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি গ্রহ শনির । এই মাসে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ।

২. বৃষ রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। এই মাসে আয় বা লাভের ক্ষেত্রে আশানুরূপ ফল আশা করা যায় না।

৩. মিথুন রাশির আয় বা লাভ ক্ষেত্রের অধিপতি গ্রহ মঙ্গল। এই মাসে এই রাশির  শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

৪. কর্কট রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি শুক্র। এই মাসে আয়ের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

niladri misra

৫. সিংহ রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি গ্রহ বুধ। এই মাসে আয়ের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

৬.  কন্যা রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি চন্দ্র। এই মাসে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আয়ের ক্ষেত্রে।

৭. তুলা রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি গ্রহ রবি। এই মাসে তুলা রাশির আয়ের  ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না, তবে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন :- আসছে দেবীপক্ষ , মায়ের আশীর্বাদ পেতে ও পরিবারে শান্তি ফেরাতে এই নিয়ম মানতে ভুলবেন না

৮. বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি বুধ। এই মাসে এই রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি আশা করা যায়।

৯. ধনু রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি গ্রহ শুক্র। এই মাসের প্রথমে আয় ভালো হলেও দ্বিতীয়ার্ধে আয় কিছুটা হ্রাস পাবে।

১০. মকর রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি মঙ্গল। এই মাসে এই রাশির আয় বৃদ্ধির পাশাপাশি শুভত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

১১. কুম্ভ রাশির আয়ের স্থানের অধিপতি বৃহস্পতি। এই মাসে কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম।

১২. মীন রাশির আয়ের ক্ষেত্রের অধিপতি গ্রহ শনি। তবে এই মাসে মীন রাশির আয়ের ক্ষেত্রে পূর্ণ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন :– এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন