এই নিয়ম পালনের মাধ্যমে কালসর্প দোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জন্মছকে কালসর্প দোষ শুনলেই জ্যোতিষীরা একটু আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কী এই কালসর্প দোষ? কেনই বা মানুষ এত ভয় পেয়ে যায় কালসর্প দোষের নামে? কালসর্প দোষ জন্মছকের এমন একটি অবস্থা, যেখানে সাতটি গ্রহ যেমন বৃহস্পতি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র এবং শনি সকলেই রাহু এবং কেতুর ছায়ায় ঢাকা পড়ে অর্থাৎ এই সাতটি গ্রহ যখন এক পঙক্তিতে অথাৎ লাইনে চলে আসে আর তারা ঢাকা পড়ে রাহু ও কেতুর ছায়ায়, তখন সৃষ্টি হয় পূর্ণ কালসর্প দোষ। এছাড়া যদি এই ৭ টি গ্রহের মধ্যে একটি গ্রহ সেই ছায়ার বাইরে থাকে, তা হলে ঘটে আংশিক কালসর্প দোষ।

আরো পড়ুন :- এই ৩ রাশির পুরুষরা গুণের খনি, সহজেই যে কারো মন জয় করে নিতে পারে

জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়, পূর্বজন্মে যদি সর্পহত্যা করা হয়ে থাকে তবে এই দোষ সৃষ্টি হয়। কালসর্প দোষ যদি কারও জীবনে থাকে, তা হলে সেই ব্যক্তির জীবনে সমস্ত শুভ প্রভাবই নষ্ট হয়ে যায় এবং কোনো কাজেই তিনি সাফল্য পান না। অথাৎ কোনো সফলতা তাকে ধরা দেয়না। সব কাজেই ব্যর্থ হন তিনি। ওই মানুষ পারিবারিক ক্ষেত্রেও খুব একটা সুখী হতে পারেন না। তবে এই দোষ কার জীবনে কতটা খারাপ প্রভাব ফেলবে, তা ব্যক্তি বিশেষে নির্ভর করে। কালসর্প দোষের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় যদি অনুসরণ করা যায় এই নিয়ম গুলি। তবে চলুন ওই নিয়ম গুলি সমন্ধে দেখে নেওয়া যাক —

 

susanto sastri

 

কালসর্প দোষ থেকে মুক্তির উপায় :- 

১. ভক্তি ও নিষ্ঠা সহকারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুন অনেক। এই মন্ত্র দিনে যত বেশি বার সম্ভব পাঠ করতে হবে। তবে, যদি সময়ের অভাব থাকে তা হলে ২৮ বার বা ১০৮ বার পাঠ করা যেতে পারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র।

২. বাড়িতে মন্ত্রোচ্চারণের দ্বারা শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করে শিবলিঙ্গ স্থাপন করতে হবে। এর জন্য আপনি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারেন এবং যাঁর কালসর্প দোষ রয়েছে, তাঁকে প্রতিদিন নিয়ম করে সেই শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গাজল অর্পণ করতে হবে। এর অনেক উপকার পাবেন।

৩. যদি সম্ভব হয় বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করে, পর পর ৪১ দিন কাঁচা দুধ ও গঙ্গাজল সহকারে পুজো করতে হবে। তার পর এই পুজো প্রতি সোমবার করলেই হবে। এতে মহাদেব প্রসন্ন হন , যার ফলে কালসর্প দোষ থেকে মুক্তি পেতে পারেন আপনি।

আরো পড়ুন :- এই ৩ রাশির কুণ্ডলীতে তৈরী হয়েছে মহাপুরুষ রাজযোগ, আগামী ৯০ দিন সাফল্যের শীর্ষে থাকবেন এরা

আরো পড়ুন :- অর্থকষ্ট দূর করতে শিবের অভিষেক করান এই ভাবে, পাবেন মুক্তি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন