Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- গাছ আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আমরা বেঁচে থাকার অক্সিজেন গাছের থেকেই পাই। এমন কি বিভিন্ন গাছের ঔষধি গুন ও প্রচুর। এছাড়া ও বিভিন্ন কাজে গাছ আমাদের জীবনের সাথে জড়িত। গাছ আমাদের আমাদের জীবনে শুভ ফল ও নিয়ে আসে। তেমনই একটি গাছ হলো চাইনিজ বাম্বু।
এই গাছ বাড়িতে লাগানো যেতে পারে। এর জন্য বিরাট জাগার প্রয়োজন হয় না। একটি কাচের পাত্রেই রাখা যায়। সাধারণত বিভিন্ন নার্সারিতে এই গাছ কিনতে পাওয়া যায়। এই গাছ ঘরে রাখলে ঘরের মধ্যের নেগেটিভ শক্তি হ্রাস পায় ও পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। এই গাছ আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে ও পজিটিভ চিন্তাভাবনা বৃদ্ধি করে।
এই গাছ মানসিক চাপ থেকে মুক্ত রাখতে সাহায্য করে। এছাড়া এই গাছের সৌন্দর্যের কারণেও অনেকে এই গাছকে নিজের ঘরে রাখে। তবে এই গাছ বাস্তু মতে বাড়িতে রাখবেন কি ভাবে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- যে কোনো পাথর – রত্ন ধারণ করবার পূর্বে এই সতর্কতাগুলি অবলম্বন করা উচিত
১. এই চাইনিজ বাম্বু গাছটি বাড়ির উত্তর – পূর্ব বা পূর্ব দিকে রাখা যায়। এই গাছ বাড়িতে রাখলে বাড়ির পরিবেশ শান্ত থাকে।
২. এই গাছ শুকিয়ে যাওয়া অশুভ লক্ষণ , যদি গাছের কোনো অংশ শুকিয়ে যায় তবে দ্রুত তা সরিয়ে ফেলুন।
৩. এই গাছ বেড রুমে রাখতে পারেন , এতে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
৪. এই গাছটি বাড়ির এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো না আসে। এতে গাছটা শুকিয়ে যেতে পারে।
৫. এই গাছটি আপনার কাছের মানুষদের উপহার হিসাবে দিতে পারেন। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে।
৬. এই গাছটির পরিষ্কার পরিছন্নতার উপর বিশেষ যত্ন নেবার প্রয়োজন। নয়তো গাছটি নষ্ট হয়ে যেতে পারে।
৭. বাস্তু মতে ভাগ্য পরিবর্তনের জন্য গাছটি খুবই উপকারী।
আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)