এই কয়েকটি টোটকা পালনে সংসারে আসবে মা লক্ষ্মীর কৃপা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- মা লক্ষ্মীর কৃপা পেতে নানা রকম কাজ করে থাকি আমরা। প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মায়ের পুজো করে থাকি। কিন্তু, এত কিছু সত্ত্বেও সব সময় মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় না। আর মা লক্ষ্মীর কৃপা না পেলে ব্যবসায় যেমন উন্নতি সম্ভব নয়, তেমনই চাকরি ক্ষেত্রেও আর্থিক বৃদ্ধি সম্বভ নয়। তাই অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে মেনে চলুন এই টোটকা গুলি —

আরো পড়ুন :- বাড়িতে কোন কোন পশুপাখি রাখলে সুখ-সমৃদ্ধি হয় ? দেখুন বাস্তু মত

প্রতিদিন সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। রোজ সকালে স্নান সেরে সূর্য দেবতাকে  জল নিবেদন করুন। সব থেকে ভালো হয়, একটি টোটকাটি যদি করতে পারেন। স্নান সেরে একটি পাত্রে জল নিন, তাতে গোলাপের পাতা ও সিঁদুর দিয়ে, তা সূর্যদেবকে অর্পন করুন। এই টোটকাটি নিয়মিন করলে আর্থিক বৃদ্ধি ঘটবে।

 

niladri misra

 

প্রতিটি হিন্দু পরিবারের বাড়িতেই তুলসী গাছ থাকে। জ্যোতিষ শাস্ত্র মতে, বাড়িতে তুলসী গাছ রাখলে মা প্রসন্ন হন। তবে, তুলসী গাছ শুধু রাখলেই হল না তা নিয়ম মেনে যত্নের প্রয়োজন। গাছের কোনো পাতা শুকিয়ে গেলে তা তৎক্ষণাত কেটে ফেলুন। নিয়মিত গাছে জল দিন। আর তুলসী গাছ শুকিয়ে গেলে তা বদলে নিন। মা লক্ষ্মীর কৃপা পেতে রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিন। তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেক রূপ মনে করা হয়। সেই কারণে তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন।

পারিবারিক আর্থিক উন্নতি ঘটাতে সন্ধ্যের সময় বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালাতে পারেন। শাস্ত্র মতে, বাড়ির প্রবেশ দ্বার কখনও অন্ধকার রাখতে নেই, এতে আর্থিক ক্ষতি হয়। তাই যদি সম্বভ হয় রোজ সন্ধ্যায় বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালিয় রাখুন। এতেও উপকার পাবেন।

নুন-জল দিয়ে ঘর মুছুন। জ্যোতিষ শাস্ত্র ও বাস্তু শাস্ত্র উভয় ক্ষেত্রে নুন জলে ঘর মোছার কথা উল্লেখ রয়েছে। রোজ সকালে নুন-জল দিয়ে বাসি ঘর মুছুন। মনে করা হয় এতে বাড়ি থেকে নেতিবাচক এনার্জি  দূর হয়। ফলে আর্থিক উন্নতিতে বাধা আসে না। রোজ সকালে নুন জলে ঘর মুছলে উপকার পাবেন।

আরো পড়ুন :- বাস্তুর দোষ দূর করতে ও ব্যবসায় অগ্রগতির জন্য লাল চন্দনের এই প্রতিকারগুলি করুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন