এই নববর্ষে এই রাশি গুলির ব্যাপক অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :-  বাংলা ক্যালেন্ডারে নতুন বছর এসে গেছে। এই নতুন বছর ভারত , বাংলাদেশ সহ সমগ্র বাঙালি জাতির মানুষের কাছে একটি বিশেষ বছর। কারণ এই বাংলা ক্যালেন্ডার মতেই বাঙালির সমস্ত অনুষ্ঠান পালন করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কয়েকটি রাশি আছে যাদের এই বাংলা বর্ষে অর্থ ভাগ্য খুলে যাবে বলে মনে করা হচ্ছে। তবে চলুন দেখে নেওয়া যাক রাশি গুলি কি কি –

আরো পড়ুন :- জানুন , বাংলা নববর্ষে কোন রাশির জন্য কোন রত্ন হবে শুভ

১. ধনু রাশি :- এই রাশির জাতক – জাতিকারা আর্থিক দিক থেকে প্রচুর সুবিধা পাবেন। এই সকল সুবিধা পাবার জন্য তাদের সামাজিক ব্যবস্থার সাথে কাজ করতে হবে। এই নতুন বর্ষে ধনু রাশির মানুষদের ধনী হবার খুব বেশি প্রবণতা রয়েছে।

২. মিথুন রাশি :- এই রাশির জাতক – জাতিকারা এই বছরে  অর্থ উপার্জনের জন্য বদ্ধপরিকর হবে। তাদের চিন্তাভাবনা ও সাফল্যের দিকে চিন্তাভাবনা বৃদ্ধি পাওয়ায় সমস্ত প্রকার সুযোগ সুবিধা পাবে। এই বছর এরা আর্থিক ভাবে মজবুত হবে। পরিবার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই রাশির। এই বছরটি এই রাশির আর্থিক উন্নতির জন্য শুভ সময়।

৩. কুম্ভ রাশি :- এই বছর এই সাফল্য ও ভাগ্য এই রাশির দিকেই রয়েছে। এই বছর এই রাশির মানুষদের কাজের ক্ষেত্রে খুবই স্থিতিশীল হতে হবে। এই বছর এরা উন্নতির বিরাট সুযোগ পাবে। এদের ব্যাপক আর্থিক উন্নতি হবে বলাই যায়।

৪. মকর রাশি :- এই রাশির জাতক – জাতিকারা বাঁধা বিপত্তির মুখোমুখি হবেন। তবে কোনো বাঁধাই তাদের কিছু করতে পারবে না , কারণ তারা দ্রুত বাঁধা অতিক্রম করবে। এই রাশির উপর শুক্রের প্রভাব রয়েছে। ফলে এই রাশির মানুষদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্রের এই নিয়ম মেনে , নতুন বছরে জীবনে আনুন আর্থিক উন্নতি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য 

কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ ,  শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা ,  কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ

ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন