এই পাঁচ লক্ষণ যুক্ত মহিলারা খুবই ভাগ্যবতী হন , দেখুন করা তারা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রচলিত আছে যেই ঘরে মহিলা নেই সেই ঘরকে ঘর বলে মনে হয় না। সেই ঘরকে সর্বদা অসম্পূর্ণ বলে মনে হয়। একটা বাড়িকে মন্দিরের মতো গড়ে তুলতে মহিলাদের বিশেষ গুরুত্ব রয়েছে। নিজেদের ভালো – মন্দ , পছন্দ অপছন্দের কথা না ভেবেই মহিলারা অন্যের প্রয়োজনের কথা বেশি ভাবেন , তবে হ্যাঁ ব্যাতিক্রম তো সব কিছুতেই রয়েছে। তাই মহিলাদের মধ্যেও এর ব্যাতিক্রম দেখতে পাওয়া স্বাভাবিক । তবে মহিলাদের মধ্যে বেশ কিছু লক্ষণ থাকে যা দেখে বলে দেওয়া যায় তাঁরা কতটা ভাগ্যবতী। এটাও অনুমান করা যায় ওই মহিলা যেই বাড়ির বউ বা কন্যা হবেন তিনি কতটা সেই পরিবারের ভাগ্য উদয় করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক মহিলাদের ভাগ্যবতী হওয়ার বিশেষ কিছু লক্ষণ —

আরো পড়ুন :- ব্যাবসায় উন্নতি চান ? ঘরে বা ব্যবসা ক্ষেত্রে রাখুন এই ছবি

১. যেই জাতিকাদের গলার বাম দিকে কালো তিল থাকে সেই সকল মহিলা অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন।

২. শাস্ত্র মতে , যেই মহিলাদের চুল সমান এবং কোমর পর্যন্ত লম্বা তাঁরা পদ্মিনী। এই ধরনের মহিলারা নিজে তো ভাগ্যবতী হনই এবং এরই সাথে যেখানে থাকবেন সেখানেও ভাগ্যের উদয় ঘটবে।

 

niladri misra

 

৩. যেই মহিলার হাতের তালুতে কিছুটা গর্ত মতো হয় অর্থাৎ হাতের তালুতে জল রাখলে তা পড়ে যায় না বরং তা খুব সুন্দর ভাবে হাতের তালুর মধ্যেই থেকে যায়, সেই ধরনের মহিলারা অত্যন্ত ভাগ্যবতী হন।

৪. যেই মহিলাদের পা মাটিতে সমান ভাবে পড়ে না, একটু ফাঁক থাকে তারাও ভাগ্যবতী হয়ে থাকেন।

৫. যেই মহিলার চোখ বেশ বড় হয় অর্থাৎ চোখ আকার বড় বড় এবং চোখ দেখতে সুন্দর হয়, সেই মহিলারা খুবই ভাগ্যবতী হন।

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তি চরমে পৌঁছেছে , শান্তি ফেরাতে পালন করুন সহজ টোটকা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন