Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ১৮ ফেব্রুয়ারী শনিবার উদযাপিত হবে মহাশিবরাত্রি। শাস্ত্র মতে, এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটিকে মা আদিশক্তি এবং ভগবান শঙ্করের মিলনের দিন হিসাবে দেখা হয় এবং ভক্তরা একে মহাশিবরাত্রি নামে অভিহিত করেন। এই দিনে সকল নিয়ম মেনে পূজা-অর্চনা করলে জীবনের অনেক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক দোষ-ত্রুটি থেকে মুক্তি লাভ করা যায়। তবে এই মহাশিবরাত্রির দিনে কালসর্প দোষ থেকে মুক্তি লাভের উপায় জেনে নিন।
আরো পড়ুন :- ৩০ বছর পর শিবরাত্রিতে দুর্লভ যোগ ! জানুন অর্থ থেকে প্রেমে জোয়ার আসবে কোন কোন রাশির ?
এই বছর মহাশিবরাত্রি ১৮ ফেব্রুয়ারী শনিবার উদযাপিত হতে চলেছে। এই বছর মহাশিবরাত্রিতে শনির প্রদোষ ও সর্বার্থ সিদ্ধের শুভ মিল রয়েছে। এতে এই দিনটির ধর্মীয় গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে।
তবে কালসর্প দোষ সম্পর্কে বলতে গেলে, কালসর্প দোষ যখন কোনো ব্যক্তির কুণ্ডলীতে উপস্থিত থাকে, তখন তাকে অনেক সমস্যায় পড়তে হয়। কালসর্প দোষের অনেক প্রকার রয়েছে। এর মধ্যে রয়েছে অনন্ত কালসর্প দোষ, কুলিক কালসর্প দোষ, তক্ষক কালসর্প দোষ, কর্কোটক কালসর্প দোষ, শঙ্খচূদ কালসর্প দোষ, বাসুকি কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, পদ্ম কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, ঘটক কালসর্প দোষ, বিষধর কালসর্প দোষ। বিভিন্ন প্রকারের কালসর্প দোষ রয়েছে।
আরো পড়ুন :- মহাশিবরাত্রিতে বিশেষ ফুল দিয়ে করুন শিবের পূজা ! পাবেন সুখ-সমৃদ্ধি
কালসর্প দোষে আক্রান্ত ব্যক্তি যদি কালসর্প দোষ এড়াতে চান, তাহলে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করা উচিত। উজ্জয়িনের মহাকালেশ্বর বা নাসিকের ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ বা প্রয়াগরাজের তক্ষকেশ্বর মহাদেব মন্দিরে পূজা করলে এবং মহাশিবরাত্রিতে রুদ্রাভিষেক করলে এই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে, মহাশিবরাত্রির দিন ভগবান শঙ্করকে একজোড়া রৌপ্য সাপ নিবেদন করা এবং দিনে দুবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে আপনাকে সহায়তা করবে। তবে আপনি যদি নিজে এই নিয়ম পালন করতে না পারেন তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)