এই রাশির জাতক-জাতিকাদের বিবাহিত জীবন হয় সুখের , শান্তি থাকে সাংসারিক জীবনে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের জীবনে মাতা – পিতার পরে সবচেয়ে বড় স্থান থাকে আমাদের জীবন সঙ্গীর। আর জীবন সঙ্গী যদি ভালো হয় তা হলে বিবাহিত জীবনও সুখের হয়। আর সকলেই আশা করেন নিজের বিবাহিত জীবন যাতে সুখের হয়। হিন্দু শাস্ত্রে বিয়ের আগে অনেকেই পাত্র – পাত্রীর কুণ্ডলী মিলিয়ে থাকেন। আর এই কুণ্ডলী মিলিয়ে দেখার সময় রাশির দিকে বাড়তি নজর দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রে মোট ১২ টি রাশি রয়েছে। আর সেই রাশির ভিত্তিতেই কোনো ব্যক্তির স্বভাব এবং চরিত্রের বিষয়ে জানা যায়।

ঠিক একই ভাবে জ্যোতিষ শাস্ত্রে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ‘পারফেক্ট কাপল’ হিসেবে বিবেচনা করা হয়। তাঁদের বিবাহিত জীবন হয় অত্যন্ত সুখের। আর তারা বিবাহিত জীবনে কোনওরকম সমস্যার সম্মুখীন হন না। তবে চলুন এক নজরে এই রাশি গুলি কি কি তা দেখে নেওয়া যাক —

 

niladri misra

 

১. বুধ এবং কন্যা রাশি :-  শাস্ত্র অনুযায়ী, বৃষ এবং কন্যা রাশির জাতকরা সবথেকে মিষ্টি ‘কাপল’ হন। এরা নিজের জীবনসঙ্গীদের প্রতি পুরো নজর রাখেন। যেকোনো সম্পর্কের প্রতি অত্যন্ত আন্তরিক হয়ে থাকেন এই দুই রাশির মানুষরা। এরা প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হন। এই দুই রাশির জাতক – জাতিকারা কখনও নিজেদের জীবনসঙ্গীর হাত ছাড়েন না।

আরো পড়ুন :- ৫ ডিসেম্বরের পর থেকে ভাগ্যদ্বয় হবে এই রাশি গুলির জাতকদের , হবে আর্থিক বৃদ্ধি

২. সিংহ এবং ধনু রাশি :- শাস্ত্র অনুযায়ী, সিংহ এবং ধনু রাশির জাতক-জাতিকারা ‘পারফেক্ট কাপল’ হিসেবে বিবেচিত হন। এরা নিজেদের সম্পর্কের প্রতি অত্যন্ত আন্তরিক হয়ে থাকেন। এই দুই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হয়। এই দুই রাশির জাতক-জাতিকারা বাধাহীনভাবে জীবন কাটাতে ভালোবাসেন। এরা নিজেদের জীবন সঙ্গীর আনন্দের জন্য যে কোনও কাজ করতে পারেন।

৩. মেষ এবং কুম্ভ রাশি : – শাস্ত্র অনুযায়ী, মেষ এবং কুম্ভ রাশির জাতকরাও ‘পারফেক্ট কাপল’ হন। এদের মধ্যে প্রেমের কখনও অভাব হয় না। এই রাশির জাতক – জাতিকাদের বিবাহিত জীবন সুখের হয়। এই দুই রাশির জাতক – জাতিকারাই মন খুলে জীবন কাটাতে ভালোবাসেন।

আরো পড়ুন :- ছেলে বা মেয়ের বিবাহে বাঁধা, সম্বন্ধ আসলেই তা ভেঙে যাচ্ছে , জ্যোতিষ মতে বিবাহের বাঁধা কাটান

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন