Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- আমাদের চারপাশে আমরা প্রচুর মানুষ দেখে থাকি। যাদের প্রত্যেকের স্বভাব ভিন্ন প্রকারের হয়ে থাকে। কেউ বেশি কথা বলে থাকেন আবার কেউ কম কথা বলে থাকেন , কেউ খুব হাসতে ভালবাসেন আবার কেউ গম্ভীর থাকতে পছন্দ করেন , কেউ চঞ্চল আবার কেউ বা শান্ত , এরকম ভিন্ন স্বভাবের মানুষ আমরা আমাদের চারপাশে দেখে থাকি।
এদের মধ্যেই কিছু মানুষ রয়েছে যাঁদের মধ্যে খুব কম বয়সেই প্রবল বুদ্ধিমত্তা লক্ষ্য করা যায় আবার এমন কিছু মানুষ রয়েছে যাঁদের মধ্যে বয়স বাড়ার সঙ্গে বুদ্ধি অপরিণতই থেকে যায় অর্থাৎ বেশি বয়সেও তাঁদের মধ্যে শিশু সুলভ আচরণ থেকেই যায়। তবে অবশ্যই এরকম হয় তাদের রাশির প্রভাবের জন্য। তবে চলুন রাশি গুলির সমন্ধে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- এই রাশির মানুষ গুলি কম বয়সেই অধিক অর্থের মালিক হয়ে উঠতে পারেন
১. মেষ রাশি :- মেষ রাশির মানুষরা বন্ধুত্ব করতে খুব পটু হন এবং মিশুকে প্রকৃতির হয়ে থাকেন । এরা ছোটখাটো বিষয়েই চট করে রেগে যান এবং তখন নিজের স্বভাব বদলে ফেলেন , যার ফলে তখন শিশুদের মতো আচরণ করতে থাকেন।
২. কর্কট রাশি :- এই রাশির মানুষরা ছোটদের মতো একটুতেই রাগ করেন। এঁদের এরা নিজের মতের বিরুদ্ধে কিছু একেবারেই সহ্য করতে পারেন না। এদের বয়স যতই বৃদ্ধি হোক না কেন এদের স্বভাব শিশুদের মতই থেকে যায়।
৩. মিথুন রাশি :- মিথুন রাশির মানুষদের যতই বয়স বাড়ুক এরা শিশুদের মতো আচরণ করতেই থাকে। এরা যেই পরিবেশেই থাকবে সেখানে সকলকে হাসি আনন্দে মাতিয়ে রাখবে। এরা কোনও বিষয়ে খুব বেশি গুরুত্ব দিতে চায় না। এরা ঝড়গা ঝামেলা থেকে বেশ দূরত্ব বজায় রাখে।
৪. মীন রাশি :- মীন রাশির মানুষরা আবার আবেগী এবং বাস্তববাদী হয়। এরা একটু দুঃখ পেলেই খুব সহজে শিশুদের মতো কেঁদে ফেলে। এই রাশি মানুষরা নিজের ভাবে থাকতে বেশি পছন্দ করেন । বেশি বয়সেও এরা ছোটদের মতো আচরণ করে থাকেন।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি দোষ কি শুধুই অশুভ ফল প্রদান করে ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।