এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে বা জীবনে চলার পথে এমন অনেক মানুষ দেখা যায় যারা নিজ মর্জির মালিক হয়ে থাকেন। তবে সমাজে বসবাস করতে গেলে সকলের কথা শুনে ও মেনে চলতে হয়। সর্বদা নিজের মর্জি চলেনা। তবে এরই মধ্যে অনেকে আছেন যারা নিজের জীবনে চলার পথে নিজ মর্জির মালিক হয়ে থাকেন। 

এমন অনেক মানুষ আছেন যাঁরা অন্যের কথা খুব প্রাধান্য দেন। আবার অনেক মানুষ আছেন যাঁরা অন্যের কথাকে গুরুত্ব দিতেই চান না। নিজের মনের কথাই তাঁদের কাছে শেষ কথা। আর রাশি চক্রে এমন চারটি রাশির মানুষ রয়েছেন যাঁরা এই নিজ মর্জির মালিকের তালিকার মধ্যে পড়েন। তবে চলুন এই চারটি রাশি কি কি দেখে নেওয়া যাক।

আরো পড়ুন :- দেখে নিন অগাস্ট মাসে কর্মক্ষেত্রে কোন রাশি মানুষরা কেমন ফল পাবেন

১. কুম্ভ রাশি :- এই কুম্ভ রাশির মানুষ অত্যন্ত স্বাধীনচেতা হয়ে থাকেন । তবে এঁদের নিজের প্রতি আত্মনির্ভরতা হয় দেখার মতো। এঁরা একটু প্রতিবাদী মানসিকতার হয়ে থাকেন। এঁরা মনে করেন নিজের কথাই শেষ কথা।

২. মীন রাশি :- এই মীন রাশির মানুষরা নিজের সাথে অন্যদের তুলনা করে থাকেন। । বাস্তবের সঙ্গে খাপ খাওয়াতে একটু অসুবিধা হয় এদের। এরা একটু কাল্পনিক স্বভাবের হয়ে থাকেন ।  এরা সর্বদা নিজের মতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

niladri misra

 

৩. বৃশ্চিক রাশি :- এই রাশির মানুষরা সর্বদা অন্যরা যা করছেন তার উল্টোটা করতেই পছন্দ করেন। নিজে যেটা করছেন সেটাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন এরা।

৪. মিথুন রাশি :- এই মিথুন রাশির জাতক- জাতিকারা  স্বাধীন ভাবে চলতে পছন্দ করেন।  এঁরা সব জিনিসের মধ্যেই বৈচিত্র খুঁজতে চান। নিজের ধ্যান ধারণার উপর  বেশি জোর দেন এরা।

আরো পড়ুন :- ধনী হতে চাইলে সকালে বিছানায় করুন এই কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন