Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- মঙ্গলের জন্য রত্ন রক্তপ্রবাল একটি খুবই লাভজনক রত্ন বলে মনে করা হয় যা ধারণে জাতক-জাতিকার বিশেষ লাভবান হতে পারেন। তবে কিছু লগ্ন রয়েছে, যাঁরা রক্তপ্রবাল অর্থাৎ পলা ধারণ করলে শুভ ফলের বদলে অশুভ ফলই বেশি পেয়ে থাকে । আবার কিছু রাশির জাতক-জাতিকা রয়েছেন যাঁরা এই রক্তপ্রবাল ধারণে খুবই ভাল ফল পেতে পারেন।
এই রক্তপ্রবাল ধারণ করলে জাতক – জাতিকার মধ্যে সাহস ও পরাক্রম বৃদ্ধি পায়। মনের দিক থেকে সতেজ হওয়া যায়। কোনো মানুষের আত্মবিশ্বাসের সমস্যা থাকলে এই রক্তপ্রবাল ধারণের মাধ্যমে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। মানুষের রক্ত সংক্রান্ত রোগ সারাতে সাহায্য করে রক্তপ্রবাল। যারা প্রোমোটার বা ভূসম্পত্তি কেনাবেচার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের জন্য পলা অত্যন্ত উপযোগী রত্ন। ভূসম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই রত্ন। চলুন দেখে নেওয়া যাক কোন রাশির জাতক – জাতিকারা এই রত্ন ধারণ করলে শুভ ফল পাবেন।
আরো পড়ুন :- স্বপ্নে জিনিস গুলো দেখা খুব শুভ বলে মনে করা হয়
মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন লগ্নের জাতক – জাতিকারা এই রত্ন ধারণ করলে শুভ ফল পাবেন । এ ছাড়া কোনো মানুষের রাশিচক্রে যদি মঙ্গল কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে, সে ক্ষেত্রেও পলা ধারণ করা যায়।
এই রাশির জাতক – জাতিকাদের এই রত্ন ধারণ না করাই ভালো :- বৃষ, মিথুন, কন্যা এবং তুলা রাশির জাতক – জাতিকারা এই রত্ন ধারণ না করলেই ভালো। তবে রাশিচক্রে মঙ্গলের অবস্থান অনুযায়ী এই রত্ন ধারণ করতে হতে পারে।
কি ভাবে এই রত্ন ধারণ করবেন :- সোনা এবং তামা দিয়ে রক্তপ্রবাল পরতে হবে। মঙ্গলবার দুধ এবং গঙ্গাজলে ধুয়ে এই রত্ন ধারণ করতে হবে ।
আরো পড়ুন :– রাতে ঘুমোতে যাওয়ার আগে পালন করুন এই সহজ টোটকা , দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্যে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)