Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রেম প্রায় মানুষের জীবনে কোনো সময়ে এসে থাকে। কেউ এর দ্বারা সুখী হয় আবার কেউ এর দ্বারা কষ্ট পায়। দৈনন্দিন জীবনে ভালোবাসার সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে , কিন্তু ওই সমস্যা কোনো কোনো সময় সামান্য ছোট কারণে বিরাট আকার ধারণ করে। যার কারণে সম্পর্ক ভেঙে ও যায়।
তবে জ্যোতিষ মতে এমন কিছু রাশি আছে যাদের সাথে সম্পর্ক তৈরি হলে , আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। কারণ এই সকল রাশির মানুষদের বুঝে ওঠা দুষ্কর। এরা কথায় কথায় নিজেদের মুড বদলে ফেলে , যার ফলে সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। চলুন জেনে নেওয়া যাক ওই রাশি গুলোর ব্যাপারে।
মিথুন রাশি :- এই রাশির অধিকর্তা গ্রহ হলো বুধ। এই রাশির মানুষরা কউকে ভালোবাসে আবার তাকে ঘৃণা ও করে। এরা নিজের মর্জির মালিক। এরা কাজ পাগল হয়ে থাকে। এরা খাম খেয়ালি স্বভাবের হয়ে থাকে , এদের সাথে তাল মিলিয়ে চলতে পারলে পড়তে হয় সমস্যায়। এরা কোন কাজটি করবে আর কোন কাজটি করবেন সেটা ঠিক করতে পারে না।
আরো পড়ুন :- বৃহঃস্পতিবার পালন করুন এই নিয়ম , দূর হবে আর্থিক সমস্যা
কর্কট রাশি :- এই রাশির অধিকর্তা হলেন চন্দ্র। এই রাশির মানুষরা ভাব প্রবন ও রোমান্টিক হয়ে থাকেন। এরা দেখতে শান্ত স্বভাবের হলেও রাগ থাকে প্রচুর। এদের রাগ নিয়ন্তনের বাইরে চলে যায়। এদের দোষ প্রকাশ্যে চলে আসলে এরা উন্মাদের মতো পরিস্থিতি সৃষ্টি করে। যারা সাধারণত সিমসাম হয়ে থাকে।
মেষ রাশি :- এই রাশির অধিকর্তা হলেন মঙ্গল। এরা সকলের সাথে মিশতে ভালো বসেন। এই রাশির মানুষরা তেজস্বী , স্পষ্ট বক্তা ও নির্ভিক হয়ে থাকেন। এরা অপরকে দেওয়া কথা রাখার চেষ্টা করেন। এরা চঞ্চল ও উগ্র প্রকৃতির হয়ে থাকেন। এই রাশির সঙ্গী থাকলে সাবধানে থাকুন।
তুলা রাশি :- এই রাশির অধিকর্তা হলেন শুক্র। এরা বিচার বিশ্লেষণে পটু হন। এরা শান্ত স্বভাবের হলেও রেগে গেলে আর রক্ষা নেই। এরা একাকী থাকতে ভালো বসেন। এরা ভাবপ্রবণ , বিজ্ঞ , ভোগবিলাসী , শান্ত স্বভাবের হয়ে থাকেন। এরা খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। এই রাশির মানুষের সাথে বুঝে চলুন।
আরো পড়ুন :- ভাগ্য বদলাতে চাইলে , সকালে ঘুম থেকে উঠে প্রথমেই করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)