Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের জীবনে কতক্ষন কি ঘটে আমরা কেউ তা বলতে পারি না। হঠাৎ করে কখনো অর্থ আসে আবার হঠাৎ করে কখনো অর্থ আমাদের জীবন থেকে চলে যায়। আর যার ফলেই মানুষের ভাগ্যের উদয় যে কখন শুরু হবে তা বুঝে ওঠা বেশ কঠিন।
আমরা সকলেই চাই আমাদের ঘুমন্ত ভাগ্য হঠাৎ করে জেগে উঠুক। কিন্তু এমনটা ভাবলেই যে তা সত্য হবে তা নয়। আমরা অনেক চেষ্টা করি যাতে ভাগ্য আমাদের সাথে থাকে। তবে কিছু সঙ্কেত রয়েছে যা থেকে বোঝা যায় ভাগ্য চমকাতে চলেছে। শাস্ত্র মতে , কিছু জিনিস রয়েছে যেগুলি যদি হঠাৎ বাড়িতে আসে তা হলে ভাগ্যের উদয় হয় খুব দ্রুত। তবে চলুন দেখে নেওয়া যাক জিনিস গুলি কি কি —
১. যদি ভুল করে কোনও শুভ সংবাদ বাড়িতে চলে আসে তা হলে বুঝবেন আপনার সুখের দিন শুরু হতে চলেছে কাটতে চলেছে দুঃখের দিন।
২. যদি বাড়িতে হঠাৎ সাদা পায়রা এসে বসে তা হলে সেই বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি ঘটবে।
আরো পড়ুন :- আগামী প্রায় দেড় মাস এই রাশির জাতকদের অর্থ লাভ হতে চলেছে , আপনি কি আছেন এই তালিকায়
৩. বাড়িতে হঠাৎ টিয়াপাখি এসে বসা অত্যন্ত শুভ লক্ষণ। যদি সেই হঠাৎ করে উড়ে আশা টিয়াপাখির একটি পালক বাড়িতে পড়ে তা হলে বুঝবেন আপনার সুখের সময় শুরু হতে চলেছে ।
৪. যদি বাড়িতে হঠাৎ গরু চলে আসে তা হলে জানবেন খুব শীঘ্র আপনার ও পরিবারের মানসম্মান বৃদ্ধি পেতে চলেছে।
৫. আপনার আশেপাশের বাড়ি থেকে যদি কোনও ফুল উড়ে এসে আপনার বাড়িতে পড়ে, তা হলে ভাগ্যের উন্নতি হয় খুব দ্রুত। যদি সেই ফুল সাদা রঙের হয় তবে সুফল আরো ভালো হয়।
আরো পড়ুন :- আত্মবিশ্বাসের ফলে দেখা দেয় সফলতায় বাধা ! জ্যোতিষ মতে টোটকা পালনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)