Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রেম বা বিবাহিত সম্পর্ক সুমধুর হোক এই চাহিদা কার না থাকে। তবে প্রত্যেকের ক্ষেত্রে সম্পর্ক একই মাপকাঠিতে চলে না। কারো সম্পর্ক হয় খুব ঠুনকো আবার কারও সম্পর্ক হয় স্থিতিশীল। তবে চলুন ওই ভাগ্যবান ৫ টি রাশি কি কি যাদের সম্পর্ক স্থিতিশীল হয়ে থাকে।
আরো পড়ুন :- অনেক সময় প্রতিবেশীদের কুনজরে সফলতা আসে না , তাই কুনজর থেকে বাঁচতে এই গাছ লাগান
১. সিংহ রাশি :- এই রাশির জাতক – জাতিকারা প্রেম বা বিবাহ জীবন আনন্দে কাটাতে পারেন। এদের বেশির ভাগ ক্ষেত্রে প্রেমের সম্পর্ক বিবাহ পর্যন্ত পৌঁছোয়। এরা দাম্পত্য সুখও লাভ করে।
২. মকর রাশি :- এই রাশির জাতক – জাতিকারা স্থিতিশীল সম্পর্কের আশীর্বাদপ্রাপ্ত। এদের প্রেম জীবন, বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দর এবং পজেটিভ থাকে। এরা নিজের সঙ্গীকে মুগ্ধ করতে পটু হন। প্রতিবার তাদের ভালবাসা দিয়ে সঙ্গীকে অবাক করতে হয়।
৩. কন্যা রাশি :- একটি স্থিতিশীল সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা চূড়ান্ত সুখী হন। এরা সুখী জীবনযাপন করে এবং সম্পর্কের ক্ষেত্রে প্রায়ই চাপমুক্ত থাকে। এরা জীবন সঙ্গী হিসাবে খুবই ভালো হন। যদিও এর উল্টো উদাহরণও রয়েছে।
৪. বৃষ রাশি :- বৃষ রাশি মানুষরা সম্পর্কের ক্ষেত্রে খুবই ভাগ্যবান হয়ে থাকেন। এরা সারা জীবন একজন ব্যক্তির সঙ্গে থাকার শপথ নেয়। এদের বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা থাকে । নিজের জীবন সঙ্গীর সহায়তায় তাদের ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাতেও এরা সক্ষম হয়।
৫. বৃশ্চিক রাশি :- প্রেম বা বিবাহ দুই সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির মত বৃশ্চিক রাশির মানুষরাও ভাগ্যবান হয়ে থাকেন। এরা একটু চটপটে এবং রোম্যান্টিক প্রকৃতির হয়। এদের মধ্যে একটা পজেটিভ এনার্জি সর্বদা থাকে। এরা নিজের জীবন সঙ্গীর সাথে একটি মজবুত বন্ধন তৈরি করতে পারে।
আরো পড়ুন :- রাশি মেনে রত্ন ধারণ করলে পাবেন শুভ ফল, আপনার জন্য কোন রত্ন জেনেনিন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)