Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- স্বাস্থ্যে মতে হলুদ খুবই উপকারী এটা আমরা সকলেই জানি। এমন কি করোনা কালে দুধের সাথে হলুদ খাবার কথা বলেছিলেন বিশেষজ্ঞরা। এছাড়াও হলুদ নানান গুনে ভরপুর। বিভিন্ন ঔষধ তৈরিতে ও বাড়ির মাঙ্গলিক কাজে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। তবে জ্যোতিষ মতে হলুদের গুরুত্ব ও কিছু কম নয়। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা হয় যে হলুদ বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত। হিন্দু ধর্মের বিভিন্ন পূজা পার্বনে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক কাঁচা হলুদ আপনার জীবনকে কি ভাবে সুখ – সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে।
আরো পড়ুন :- মঙ্গলবার জন্মানো মানুষরা কেমন হয় জানুন
১. জ্যোতিষ মতে , কাঁচা হলুদ দান করা খুবই শুভ। এর ফলে স্বাস্থ্যে সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে।
২. যেকোনো মন্ত্র জপের সময় কোনো মানুষ যদি হলুদ রঙের বস্ত্র পরিধান করেন তবে মনের ইচ্ছে পূরণ হয়।
৩. কাঁচা হলুদের নিয়মিত ব্যবহারের ফলে বৃহস্পতি শক্তিশালী হয়ে থাকে।
৪. বাড়ির চতুর দিকে যদি হলুদ গাছ রোপন করা হয় তবে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারেনা।
৫. জীবনে যাতে সুখ – সমৃদ্ধি থাকে তার জন্য বিয়ের আগে হলুদ দিয়ে স্নান করানো হয়। এতে ওই ব্যাক্তির উপর কোনো নেগেটিভ প্রভাব পড়েনা।
৬. বিবাহে সফলতা না পেলে পুজো করার পর কপালে হলুদের তিলক লাগান সফলতা পাবেন।
৭. নেতিবাচক শক্তিকে দূর করতে মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার করতে হয়।
আরো পড়ুন :- যাঁদের নামের প্রথম অক্ষর ” S ” দিয়ে হয় , তারা কেমন প্রকৃতির মানুষ হয় জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)