Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শনি ও সূর্যের অবস্থানের পরিবর্তন বেশ কিছু রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আসুন জেনে নিই কোন কোন রাশির উপর পড়বে সূর্য শনির ইতিবাচক প্রভাব। সূর্য ও শনির রাশি পরিবর্তন ১২ টি রাশির জীবনে পরিবর্তন আনবে। ১৫ জুন, গ্রহের অধিপতি সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করবেন। ১৭ জুন শনি নিজ রাশিতেই বক্রী হবেন। শনি এবং সূর্যের অবস্থানের পরিবর্তন কিছু রাশির উপর ভালো প্রভাব ফেলবে। শনি ও সূর্যের গমন ভালো ফল দেবে বিশেষ করে ৩টি রাশির মানুষের জন্য। জানুন সেই সব রাশি গুলি সম্পর্কে —
আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির
মিথুন রাশি : মিথুন রাশির জন্য সূর্য ও বক্রী শনি খুব ভালো ফল দেবে। জীবনের বিভিন্ন ক্ষেত্র সাফল্য পাবেন। পরিবারে শান্তি ও সুখ থাকবে। কর্মজীবনে লাভ হবে। পরিবারে সন্তান-সন্ততি সংক্রান্ত সুখকর খবর আসবে। ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন।
সিংহ রাশি : সিংহ রাশি সূর্য দেবতা দ্বারা শাসিত হয়। সূর্য ও শনির অবস্থান সুবিধা দেবে এই রাশিতে। কর্মজীবনে সাফল্য পাবেন। যারা ব্যবসা করেন তারা বিশেষ সুবিধা পাবেন। পরিবারে সুখ ও সমৃদ্ধি থাকবে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
কন্যা রাশি : কন্যা রাশি সূর্য ও শনির চলনে লাভবান হবে। বিভিন্ন বিনিয়োগ থেকে লাভ হবে। এই সময়ে আপনার কোনও অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। জীবনে সফলতার সঙ্গে এগিয়ে যান। এই সময় সম্পর্কের উন্নতি হবে। এই সময় নিজের ব্যবসা খুলতে পারেন।
আরো পড়ুন :- বাস্তু মতে বাড়িতে রাখুন এই বিশেষ গাছটি ! মিলবে সুখ সমৃদ্ধি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)