Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে ও হিন্দু শাস্ত্রে গ্রহণের এক মাহাত্ম রয়েছে। আর দিনকয়েক আগেই হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। এবার আগামী ৪ ডিসেম্বর (শনিবার) হতে চলেছে সূর্যগ্রহণ। যা চলতি বছরের ( ২০২১ ) শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। বৈজ্ঞানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হল সূর্যগ্রহণ।
আগামী ৪ ডিসেম্বর পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হতে চলেছে । সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে দুপুর ৩ টে ৭ মিনিট পর্যন্ত।
এই সূর্য গ্রহণ কোন কোন দেশ দেখা যাবে :- আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে সেই গ্রহণ দেখা যাবে। কিন্তু ভারত থেকে সেই গ্রহণ পরিলক্ষিত হবে না অথাৎ অদৃশ্য । যার ফলে ভারতে সূচক কালে প্রয়োজ্য হবে না।
আরো পড়ুন :- আগামী ২৫ দিন দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের , আয় বৃদ্ধি পাবে। আপনি কি রয়েছেন তালিকায় ?
এই সূর্যগ্রহণের ফলে কোন কোন রাশির উপর এর প্রভাব পড়বে :- জ্যোতিষ শাস্ত্র মতে , সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এছাড়া বিজ্ঞানেও সূর্যকে গুরুত্ব দেওয়া হয় , কারণ সৃষ্টির আধার সূর্য। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়ে থাকে। সেইসময় কোনও শুভ বা মাঙ্গলিক কাজ করতে নেই । এই সময় প্রতিটি মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। বৃশ্চিক রাশি এবং অনুরাধা ও জ্যৈষ্ঠ নক্ষত্রের উপর সূর্যগ্রহণের সর্বাধিক প্রভাব পড়ে থাকে।
এই গ্রহণের ফলে কোন কোন রাশির উপরে প্রভাব পড়তে পারে :- এই গ্রহণের ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে বৃশ্চিক রাশি , এরই সাথে তুলা রাশি , কুম্ভ রাশি , মীন রাশি , কন্যা রাশি , ধনু রাশি ও মেষ রাশি। তাই এই রাশি গুলিকে সাবধানতা অবলম্বন করা দরকার।
আরো পড়ুন :- এই সকল জিনিস বাড়িতে আসলে বুঝবেন ভাগ্যের উদয় হতে চলেছে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)