Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- পান্না নবরত্নের একটি অন্যতম রত্ন। ব্যবসা হোক বা আর্থিক সমস্যা বা প্রেম বা বিবাহ সকল সমস্যায় সাহায্য করে এই পান্না। একটি খাঁটি পান্না মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। পান্না দাম্পত্যের সুখ ও সম্পর্ক ভালো রাখতে দারুন কাজ করে। চলুন দেখে নেওয়া যাক এই রত্ন ধারণের সঠিক নিয়ম ও তার গুরুত্ব।
পান্না বুধবার ধারণ করলে শুভ ফল পাওয়া যায়। এই রত্ন ধারণ করার ২৪ ঘণ্টা আগে কাঁচা দুধে চুবিয়ে রাখুন। তার পর দুধ থেকে বের করে ধারণ করুন।
খাঁটি পান্না স্মৃতি শক্তি বৃদ্ধি করে , মনোযোগ বৃদ্ধি করে , ইচ্ছে শক্তি বৃদ্ধি করে এছাড়া কর্মজীবন , ব্যবসা , প্রেম ,দাম্পত্য , বিদ্যা সকল ক্ষেত্রে সফলতা এনে দেয়।
কোনো গর্ভবতী মা যদি এই রত্ন ধারণ করেন তবে স্বাভাবিক ও নিরাপদ সন্তান জন্মের সম্বাভনা থাকে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই রত্ন খুবই উপকারী। এছাড়া এই রত্ন স্বামী – স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। এছাড়া এই রত্ন মানুষকে জীবনের সফলতার শীর্ষে পৌঁছে দিতে খুবই কার্যকর ভূমিকা রাখে।
খাঁটি পান্না চিনবেন কি করে :- একটুকরো সাদা কাপড়ে পান্নাটি রেখে , কাপড় টিকে একটু উপরে তুলে ধরলেই সবুজ রঙের আভা দেখে যায়। তবে বুঝবেন এই পান্না একেবারেই খাঁটি।
এছাড়া পান্নার রং নিমপাতার মত ও তাতে হলুদ আভার ঝলক দেখতে পাওয়া গেলে। তবে বুঝবেন ওই পান্না উন্নত মানের। এই পান্না জলে ফেললে জলে সবুজ রঙের আলোর ছটা দেখতে পাওয়া যায়। তবে বুঝবেন ওই পান্না খাঁটি।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )