Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কার্তিক মাসে মেনে চলুন কিছু নিয়ম। শাস্ত্রে কথিত আছে কার্তিক মাস শিব ও বিষ্ণুর মাস। এছাড়াও এই বছর রয়েছে দেবী দুর্গার আগমন। এই মাসে বেশ কয়েকটি নিয়ম পালনের মাধ্যমে আপনি মহাদেব ও দূর্গার আশির্বাদ ও কৃপা পেতে পারেন। নিয়মগুলি খুবই সহজ ।
এক নজরে নিয়ম গুলি —-
১. কার্তিক মাসের প্রথম দিন থেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। এর মাধ্যমে আপনি আপনার পূর্ব পুরুষের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন।
২. এই মাসে ঘরবাড়ি পরিষ্কার রাখা উচিত । সকালে উঠে বাড়ির দরজা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। পরিস্কার রাখুন বাড়ির চারি পাস।
৩. দেবীপক্ষের শুরুর দিন থেকে রোজ সকালে উঠে প্রথমে ভগবানের পুজো করুন। দেখতে পাবেন আপনার সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠেছে।
আরো পড়ুন :- ঠাকুর ঘরে কিছু ভুল কাজ করবেন না , জীবনে হতে পারে সমস্যা
৪. এই মাসে গরিব-দুঃখীদের আপনার সাধ্যমতো কোন কিছু দান করুন। তাহলে তো খুবই ভালো বলে মনে করা হয়।
৫. সব থেকে ভালো উপায় ও গুরুত্বপূর্ণ বিষয় হল দেবীপক্ষে কোন কিছু গহনা কেনা। সোনার হতে হবে এমন কোন কথা নেই রুপোর হতে পারে। এতে সংসারে কোনদিন অভাব থাকবে না।
৬. মন থেকে ডাকুন ভগবানকে । বাড়িতে করুন মা লক্ষীর আরাধনা।
এই নিয়মগুলো পুরো কার্তিক মাস জুড়ে মেনে চলুন দেখবেন আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠেছে।
Highlights
1. কার্তিক মাসে মেনে চলুন কিছু নিয়ম
2. আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠেছে
#Ma Laxmi #GOD #Astro #Tips