Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষ শাস্ত্রে কালসর্প দশার উল্লেখ রয়েছে। এই দশা যার জন্ম ছকে থাকে তার জীবনে দুর্ভাগ্য অনিবার্য। সংস্কৃতে কাল শব্দের অর্থ হলো মৃত্যু বা শেষ এবং সর্পের অর্থ হল সাপ। জন্ম ছকে যদি রাহু এবং কেতুর মাঝে সব গ্রহ অবস্থান করে তখন যে দশা সৃষ্টি হয় সেই দশাকে কালসর্প যোগ বা কালসর্প দশা বলা হয় । সর্বোমোট সাত রকম কালসর্প যোগ আছে এবং এক একটি সাপের নামে নামকরণ হয়েছে দশা গুলির।
আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য
১. তক্ষক কালসর্প যোগ :- এই যোগের ফলে ব্যবসা করতে গেলে সেই মানুষের কাছে সাফল্য আসে না । ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কে বিভিন্ন রকম বাধায় জর্জরিত হয়ে যায় জাতক বা জাতিকা।
২. কুলিক কালসর্প যোগ :- মানুষের জীবনে নেমে আসে আর্থিক সংকট। যার ফলে অর্থ এলেও তা ব্যয় হয়ে যায়। এই যোগের ফলে সু-দৃঢ় হয় না অর্থ উপার্জনের পথ।
৩. শঙ্খ পাল কালসর্প যোগ :- এই যোগের ফলে নিজের স্থাবর সম্পত্তি নিয়ে সুখী হবেন না তারা। সম্পত্তি পিছনে অর্থ ব্যয় হবে কিন্তু তা কার্যকর হবে না।
৪. বাসুকি কালসর্প যোগ :- এই যোগের ফলে ভাই-বোন বা বন্ধুদের মাধ্যমে মানুষের জীবনে আসে ঝামেলা।
৫. অনন্ত কালসর্প যোগ :- কোনো মানুষের জন্ম ছকে এই যোগ থাকলে মানুষের জীবনে ষড়যন্ত্র বড় ভূমিকা নেবে। নিজের লোকের কাছে সে নানান বিরম্বনায় জড়িয়ে পড়বে, এছাড়া তার জীবনে আইনি ঝামেলা এবং মামলা-মোকদ্দমা দেখা দেবে।
৬. পদ্ম কালসর্প যোগ :- এই যোগের ফলে সন্তান লাভে সংকট দেখা দেয়। এই যোগ কোনো জাতকের থাকলে তাকে শেয়ার মার্কেট, লটারি ইত্যাদি ফাটকা উপায়ে অর্থ উপার্জন থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়।
৭. মহাপদ্ম কালসর্প যোগ:- এই যোগের ফলে কোন সম্পর্ক থেকে মানুষ সুখ লাভ করতে পারে না। এমনকি প্রতিনিয়ত সে তার জীবনসঙ্গীকে অবিশ্বাসের চোখে দেখে।
তবে চলুন দেখে নেওয়া যাক জোতিষ শাস্ত্র মতে কালসর্প দোষের কিছু মুক্তির উপায়। কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে কালসর্প যোগ থাকলে তাদের নাগপঞ্চমীর ব্রত পালন করা উচিত। সন্তুষ্ট রাখতে হবে সর্বদা নাগ দেবতাকে। এরই সাথে বাড়িতে সর্বদা কালসর্প যন্ত্রম রাখা উচিত। এই কালসর্প যন্ত্রম এর সু-শক্তির মাধ্যমে জাতক বা জাতিকা কালসর্প দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন।
আরো পড়ুন :- ১৮ জুন সৃষ্টি হচ্ছে মহালক্ষ্মীযোগ, যার ফলে এই চার রাশির অর্থভাগ্য থাকবে তুঙ্গে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )