কালী পুজোতেও মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কালী পুজোতেও জারি একাধিক নিষেধাজ্ঞা। দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও অবাধ প্রবেশের অনুমতি পাবেন না কেউ। অঞ্জলির ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে সংখ্যা। জগদ্ধাত্রী ও কার্তিক পুজোর ক্ষেত্রেও জারি একই নিয়ম।

avilo home

অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছেন রাজ্যের বহু মানুষ। একাধিক নিয়মের মধ্যে দিয়ে দুর্গা পুজোয় সামিল হয়েছিল রাজ্য বাসী। রাজ্যের কড়া নজর ছিল, যাতে বাড়তে না পারে সংক্রমণ। কালী পুজোতেও জারি হচ্ছে একাধিক নিষেধাজ্ঞা। সেই কারণে চলতি বছর হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন কর্মী অজয় কুমার দে। কালী পুজোর ক্ষেত্রেও বিধি নিষেধ জারির আবেদন জানিয়েছিলেন।

বুধবার সেই মামলাটি ওঠে রাজাশেখর মন্থা ডিভিশন বেঞ্চে। কালীপুজোতেও মণ্ডপে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শনার্থী। ভ্যাকসিনের জোড়া ডোজ দেওয়া থাকলেও অবাধভাবে প্রবেশ করতে পারবেন না কেউ। অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও মানতে হবে একাধিক নিয়ম। বড় মণ্ডপে সর্বাধিক ৬০ জন প্রবেশ করতে পারবেন। ছোট মণ্ডপের ক্ষেত্রে ১৫ থেকে ৩০ জন। ক্লাব গুলির তরফে সচেতনার প্রচার করতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও শারীরিক দূরত্ব বিধি পালন আবশ্যক।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই অবস্থায় বেশি করে সচেতন হন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই টিকা নিন আর সুস্থ থাকুন। 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন