কালী পুজোতে দুর্লভ যোগ , এই কালী পুজোয় এই রাশি গুলোর ভাগ্য ফিরবে

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  দুর্গাপূজা থেকে শুরু হয় বাঙালির উৎসব প্রায় এক মাস চলে এই উৎসব। প্রথমে দুর্গাপূজা , লক্ষিপুজো , তারপর কালীপুজো ও ভাইফোঁটা। আর কালীপুজোর আগে আসে ভূত চতুর্দশী এবং ধনতেরাস। এছাড়াও এই দিনগুলির সাথে জড়িয়ে রয়েছে ১৪ প্রদীপ , ১৪ শাক, লক্ষ্মী ও গণেশের আরাধনার প্রভৃতি রীতিনীতি। আর এই রীতি প্রায় সমগ্র হিন্দু সমাজই পালন করে।

তবে ২০২১ এর কালী পুজোর তিথিতে কিছু বিশেষত্ব রয়েছে। কারণ জ্যোতিষ শাস্ত্র মতে, এ বছর চারটি গ্রহ একই রাশিতে অবস্থান করবে। তাই বিশেষ কিছু মানুষের জন্য কালী পুজোর তিথি শুভ এবং সৌভাগ্যময় হয়ে উঠবে। ভগবান গণেশ এবং লক্ষ্মীর আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হবেন না।

niladri misra

এই কালীপূজোতে যে যে রাশির ক্ষেত্রে শুভ প্রভাব থাকবে সেগুলি হল – বৃশ্চিক রাশিতে কেতু , মকর রাশিতে বৃহস্পতি এবং ধনু রাশিতে শুক্রের প্রভাব থাকবে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তুলা রাশিতে সূর্য ,চন্দ্র , বুধ এবং মঙ্গলের একত্রে প্রভাব থাকবে। তাই তুলা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলতে পারে কালীপুজোর দিন। মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে এই চার রাশির উপর।

আরো পড়ুন :- কালী পুজোর দিন এই সহজ টোটকা গুলি পালনের মাধ্যমে ভাগ্য ফেরান

 কালী পুজোর তিথির সময়কাল :-

দিন – ৪ নভেম্বর
সময় – সন্ধ্যা ৬ টা ৩ মিনিট

সমাপ্তি
দিন – ৫ ই নভেম্বর
সময় – মধ্যরাত্রি ২ টো ৪৪ মিনিট

লক্ষ্মী ও গণেশ পুজোর সময়
সন্ধ্যা ৬ টা ৯ মিনিট থেকে ৮ টা ২০মিনিট পর্যন্ত।

কালীপুজোর রাত্রে অমাবস্যা তিথিতে মা শক্তির আরাধনা করা হয়। প্রধানত রাত জেগে চলে মায়ের পুজো অর্চনার কাজ। ১৪ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে ঘরের অলক্ষ্মী সম অন্ধকারকে দূর করা হয়। চারিদিকে থাকে আতসবাজির রোশনাই।

আরো পড়ুন :- এই নভেম্বরে কোন রাশির কেমন আয় থাকতে পারে দেখে নিন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন