Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নস্ট্রাদামুসের নাম সবাই শুনেই। ল ফরাসি ভবিষ্যত্বক্তা বহু প্রাচীন কালে এমন কিছু গণনা করে গিয়েছিলেন, যা আশ্চর্যজনক ভাবে সত্যি প্রমাণিত হয়েছে। ২০২২ সাল সম্পর্কে কী ভবিষ্যত্গণনা করে গিয়েছেন নস্ট্রাদামুস।
১৫৫৫ সালে প্রথম বই আকারে প্রকাশিত হয়। সেই বইতে নস্ট্রাদামুসের মোট ৬৩৩৮টি ভবিষ্যত্কথন রয়েছে। মানব সভ্যতার ইতিহাসে মড়ক, দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয়ের কথা অনেক আগেই বলে গিয়েছিলেন তিনি। ২০২০ সাল থেকে করোনা ত্রাস সৃষ্টি করেছে, সেই বিষয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তিনি। ২০২২ সাল নিয়ে আতঙ্ক ছড়ানো ভবিষ্যত্গণনা করে গিয়েছেন নস্ট্রাদামুস। দেখুন একনজরে ——-
নস্ট্রাদামুসের ভবিষ্যত্গণনা অনুসারে ২০২২ সালে মাত্রাতিরিক্ত বাড়বে মুদ্রাস্ফীতি। দাম পড়বে মার্কিন ডলারের। ২০২২ সালে সোনা, রূপো ও বিটকয়েন হবে একমাত্র সম্পদ যেখানে মানুষ বেশি টাকা বিনিয়োগ করতে চাইবেন।
নস্ট্রাদামুসের ভবিষ্যতবাণী অনুসারে আগামী বছর গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগতে পারে আমাদের পৃথিবীর। কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস হবে এবং একটা বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়বে। সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাবে এর ফলে।
পরমাণু বোমা বিস্ফোরণ হতে পারে। এর ফলে পৃথিবীর জলবায়ুতে বিরাট পরিবর্তন ঘটে যাবে। পরমাণু বোমা বিস্ফোরণের ফলে পৃথিবীর অবস্থাও অনেকটা পাল্টে যাবে।
নস্ট্রাদামুস জানাচ্ছেন পৃথিবীব্যাপী এক অশান্তির আবহাওয়া তৈরি হবে। যার প্রভাবে টানা ৭২ ঘণ্টা ধরে অন্ধকার নেমে আসবে। তবে এই অন্ধকার মানে তিনি অরাজকতার অন্ধকার বলতে চেয়েছেন কিনা তা স্পষ্ট নয়।
আগামী বছরে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়তে চলেছে ফ্রান্স। ভবিষ্যত্কথই তেমনই ইঙ্গিত করছে। এই ঝড়ের কারণে অনেক জায়গায় অগ্নিকাণ্ড, বন্যা ও খরার মতো বিপর্যয় দেখা যাবে।
পৃথিবী জোড়া এক ভয়াবহ খাদ্যাভাব দেখা দেবে। আগামী বছরে ভূমধ্যসাগরে একটা বড় বিস্ফোরণ ঘটবে। পরীক্ষামূলক ভাবে মিসাইল প্রয়োগের কারণে মেনোরকা দ্বীপের কাছে এই বিস্ফোরণ হতে পারে।
কম্পিউটার ও রোবট নাকি আগামী বছরে মানুষের মস্তিষ্কের উপর কব্জা করে ফেলবে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের কাছে হার মানবে মানুষ। ভবিষ্যত বক্তব্যে জানিয়েছেন নস্ট্রাদামুস।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল