Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বাস্তু মতে বাড়ি না হলে পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। এই বস্তু বলতে সমস্ত কিছুকেই বোঝায় তা যে কোনো জড় পদার্থ হতে পারে। তা বাড়িও হতে পারে ও স্থানও হতে পারে। ভারতে স্থাপত্য শিল্পে অগ্রগতি প্রাচীন যুগ থেকেই। প্রায় ৫০০০ হাজার বছর ধরে এই বাস্তুবিদ্যা প্রচলন রয়েছে।
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
বর্তমান সময়ে বাস্তু শাস্ত্র আমাদের জীবনে বিশেষ ভূমিকা রাখে। বাড়িতে উপস্থিত অশুভ শক্তি বা কোনো কু – নজরের কারণে বাড়িতে বসবাসকারী সদস্যদের সমস্যা হতে পারে। তার ফলে তাদের কাজে বাধা – বিঘ্ন দেখা দিতে পারে। এই অশুভ শক্তি ও কু – দৃষ্টির ফলে বাড়িতে বসবাসকারী মানুষদের আর্থিক সমস্যা ও স্বাস্থহানী ও অন্যান্য নানা সমস্যা দেখা দিতে পারে।
তবে বাস্তুশাস্ত্র মতে কিছু নিয়ম পালন করলে এই অশুভ শক্তি ও কু – নজর থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। অশুভ শক্তি ও কু – নজর থেকে মুক্তি পেতে মেনে চলুন এই নিয়ম গুলি।
১. বাড়ির টেবিলে জলের গ্লাস ও বোতল সর্বদা ঢেকে রাখুন।
২. সন্ধ্যার পর বাড়ির উঠুন বা ঘর ঝাড়ু করবেন না।
৩. বাড়ির উত্তর – পূর্ব কোনে তুলসী গাছ রাখুন। আর তাতে নিয়মিত জল দিন।
৪. বাড়ির প্রবেশ দ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখুন। আর এতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ধুপ ধুনো দেখান। আপনার বাড়ি কু – দৃষ্টি ও অশুভ শক্তি থেকে মুক্ত থাকবে।
৫. রাতে ঘুমোতে যাবার সময় মাথার কাছে এক টুকরো লাল কাপুর রাখুন।
৬. দিনের আলোর মধ্যে বাড়ি ঘর পরিষ্কার করে ফেলেন।
৭. বাড়ির প্রধান দরজায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে রাখুন।
এই সকল নিয়ম পালনের মাধ্যমে আপনার বাড়িকে অশুভ শক্তি ও কু – দৃষ্টি থেকে মুক্ত রাখতে পারবেন।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )