Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সনাতন ধর্মে ঈশ্বরের আরাধনার পদ্ধতির কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এমনই একটি পূজা সামগ্রী নিয়ে আলোচনা করবো যা না থাকলে দেবদেবীর পুজো প্রায় অসম্পূর্ণ থেকে যায়, যা হলো ‘ঘণ্টা’। অসংখ্য ভক্ত ঘণ্টার সম্পর্কে জানেন। তবে কেন পূজার সময় ঘণ্টা ব্যবহার করা হয় ? আসুন দেখা যাক, ঘণ্টা বাজানোর সঙ্গে পূজার সম্পর্ক কোথায় ?
আরো পড়ুন :- নিজের আর্থিক অবস্থা মজবুত করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস
বৈদিক বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন, পূজার সময় ঘণ্টা বাজানো অত্যন্ত পবিত্র কর্ম। ঘণ্টা না বাজিয়ে আরতি করলে সেই আরতি কিন্তু অসম্পূর্ণ হিসেবেই বিবেচনা করা হয়। ঘন্টার দ্বারা বিশেষ ধরনের ধ্বনি তৈরি হয় বলে মনে করা হয়। যা তৈরি করে বিশেষ ধরনের প্রতিধ্বনি। তাতেই হয় ইতিবাচক শক্তির প্রবাহ।
শাস্ত্রে বলা হয়েছে সেই ধ্বনি ঈশ্বরের অস্তিত্বের অনুভূতি প্রদান করে। পূজার ফল পায় ভক্ত। বিশ্বাস করা হয় ঘণ্টার ধ্বনির কারণে ইতিবাচক শক্তি তৈরি হয় তা আশপাশের পরিবেশ থেকে নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়। এমনকী গৃহে কোনো অশান্তির কারণ তৈরি হলেও তা দূরে সরে যায়।
জ্যোতিষ শাস্ত্র মতে, ঘণ্টার ধ্বনিতে ঈশ্বরও প্রসন্ন হন। প্রত্যেক দেবদেবীর ঘণ্টার মধুস্রাবী ধ্বনি অত্যন্ত প্রিয়। এরই সাথে প্রিয় শঙ্খধ্বনি এবং গঙ্গাজলও।
প্রত্যেক ভক্তের আরও কিছু বিষয় মাথায় রাখা উচিত যেমন ঈশ্বরের মূর্তির পূজার সঙ্গে ঘণ্টারও পূজা করতে হবে ধূপ, রঙিন চাল এবং ফুল দিয়ে। কারণ এই ঘন্টার ধ্বনির দ্বারাই নেতিবাচক শক্তি গিয়ে ইতিবাচক শক্তি আসে।
আরো পড়ুন :– হাতে আসবে টাকা, মঙ্গল মার্গী হতেই ভাগ্য ফিরবে কোন কোন রাশির জানুন
আরো পড়ুন :– স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)