কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বাস্তু শাস্ত্রর নিয়ম গুলি শুধু বাড়ি বা অফিসের জন্য প্রযোজ্য নয়। কোনো ব্যক্তির জীবন সম্পর্কিত সব রকম কাজের জন্যও এই সব নিয়ম গুলি করা হয়েছে। এই সকল নিয়ম গুলি উপেক্ষা করলে সব ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার উপর কু প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, এর সব কারণে আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে

শাস্ত্রে বলা হয়ে থাকে যে সকল ব্যক্তি বিশেষ বাস্তু শাস্ত্রের নিয়ম গুলো না মানেন, তাহলে প্রায়ই তারা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন না হলে তাঁর জীবনে অর্থের অভাব দেখা দিতে শুরু করে। কোন দিকে মাথা ঘুমানো সকলের জন্য খুবই শুভ হতে পারে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব।

 

এটা বিশ্বাস করা যেতে পারে যে সঠিক দিকে মাথা রেখে ঘুমালে একজন ব্যক্তি শুধু আর্থিক ভাবে স্বচ্ছল হন তা না, তাঁর রাতে ঘুমও ভালো হয়। এটাও বিশ্বাস আপনি যদি সঠিক নির্দেশনা অনুযায়ী না ঘুমান, তাহলে আপনার জীবনে নানা সমস্যা থেকে যায়। রাতে বা দিনে ঘুমানোর সময় কোন দিকে মাথা করা উচিত তার সঙ্গে সম্পর্কিত সুবিধা গুলি সম্পর্কে জেনে নিন এক নজরে —-

 

niladri misra

 

১. বাস্তুশাস্ত্র অনুসারে, দক্ষিণ মাথা রেখে ঘুমানো খুব শুভ বলে মনে করা হয়। এই দিকে মাথা রেখে ঘুমালে মানসিক সমস্যা আমাদের থেকে দূরে থাকে এবং আর্থিক অবস্থারও উন্নতি হয়। দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো উচিত নয়, এটা অশুভ। দক্ষিণ দিকে পা করে ঘুমালে মানসিক চাপ সৃষ্টি হয়।

২. আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে না পারেন তবে পূর্ব দিকে মাথা করে ঘুমানোর চেষ্টা করুন। দক্ষিণের পরে পূর্ব দিকে যাওয়া শুভ বলে মনে করা হয়। এটি সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং অন্যান্য দেবতার আশীর্বাদও বজায় থাকে।

৩. যারা বাড়িতে একা রোজগার করেন, তাঁদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো ভালো। এতে আর্থিকভাবে স্বচ্ছল হোন এবং বলা হয়ে থাকে ফলে অর্থ সংক্রান্ত সমস্যাও অনেকাংশে দূর করা যায়। যাঁরা পড়াশোনা করেন তাঁদেরও পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি ঝুঁকে বাড়ে এবং একাগ্রতাও বৃদ্ধি পায়।

৪. মন্দিরের দিকে পা করে ঘুমানোর ভুল করেন অনেকে। এটা খুবই অশুভ এবং ঈশ্বরকেও রাগান্বিত করতে পারে। মন্দিরের দিকে পা করে না ঘুমানোর চেষ্টা করুন।

আরো পড়ুন :- কালসর্প দোষ দিয়ে শুরু হয়েছে ২০২২, জেনে নিন কেমন প্রভাব পড়বে জনজীবনে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন