Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমরা সকলেই কমবেশি ভগবানের সেবা করি ও শ্রদ্ধা করি। আর আমাদের শাস্ত্রেই বলা হয়েছে ঈশ্বরকে যে ভাবেই সেবা করা হোক না কেন তিনি তাতেই সন্তুষ্ট হন। তিনি যেই অবস্থাতেই থাকুন না কেন , ভক্তের ডাকে সাড়া দেবেনই।
আরো পড়ুন :- আত্মবিশ্বাসের ফলে দেখা দেয় সফলতায় বাধা ! জ্যোতিষ মতে টোটকা পালনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান
কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক দেবতাকে সন্তুষ্ট করার আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে। যদি আমরা সেই প্রক্রিয়া অবলম্বন করতে পারি বা সেই মতে পূজার্চনা করতে পারি তা হলে ঈশ্বরের কৃপা পাওয়া সহজ হয়।
যেমন বিভিন্ন ফুলে বিভিন্ন দেবতা সন্তুষ্ট হন। যেমন মা কালি জবা ফুলে সন্তুষ্ট তেমনই মহাদেবের পুজো যেমন বেলপাতা ছাড়া অসম্পূর্ণ,। ঠিক সে রকমই জেনে রাখা প্রয়োজন , আমাদের ঘরে যেই সকল দেবতার পুজো করা হচ্ছে তাঁরা কোন কোন সামগ্রীতে সন্তুষ্ট হন। কারণ বাড়ির ইষ্টদেবতার পুজো সঠিক নিয়মে এবং সঠিক সামগ্রী দিয়ে করা আবশ্যক। তবে চলুন দেখে নেওয়া যাক কোন দেবতার চরণে তুলসী অর্পণ করতে নেই —
তুলসীপাতা অর্পণ করা যাবে শুধুমাত্র বিষ্ণুতত্ব যে ভগবান রয়েছে যেমন শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু , শ্রীবিষ্ণু, অর্থাৎ বিষ্ণুতত্বের যে বিগ্রহ রয়েছে এবং ভগবানের যে অবতার রয়েছে তাঁদের চরণে তুলসী অর্পণ করা যাবে। এমনকি শ্রীমতী রাধারানির চরণেও তুলসী অর্পণ করা যাবে না। কার হিন্দু শাস্ত্রে তুলসীকেও ভগবান রূপে পূজিত করা হয়েছে।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে কিভাবে অশুভ গ্রহের প্রতিকার করবেন ? দেখুন ঘরোয়া টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)