কোন রাশির কোন রত্ন ধারণ করা উচিত ? এক নজরে দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোন রাশির কোন রত্ন ধারণ করা উচিত ? গ্রহ রত্ন ধারণ করলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করেন জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসীরা। কিন্তু সব রত্ন কি সবার জন্য সমান উপযোগী ? জ্যোতিষ শাস্ত্র বলছে একদমই নয়। রত্ন ধারণ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। এখানে কোন রাশির জাতক কোন রত্ন ধারণ করতে পারেন ।

সেটা এক নজরে দেখে নিন ——

১. মেষ রাশির জাতকরা আগুনের প্রতীক। এই রাশির সবচেয়ে উপযোগী হল হিরে অথবা রক্ত প্রবাল। মেষ রাশির জাতকদের নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল।

lady comfy

২. এই দিকে প্রকৃতির সৌন্দর্য খুবই পছন্দ বৃষ রাশির জাতকদের। সেই কারণে এদের জন্য সঠিক রত্ন হল ঘন সবুজ পান্না।  বৃষ রাশির গ্রহ শুক্র।

৩. জীবনে প্রাণচঞ্চল ও উজ্জ্বল হন মিথুন রাশির জাতকরা। সঠিক রত্ন হল ক্রিস্টাল বা পান্না। মিথুন রাশির নিয়ন্ত্রক গ্রহ হল বুধ।

৪. কর্কট রাশির জাতকেরা নিয়ন্ত্রিত হন চন্দ্রের দ্বারা। তাই এদের রত্ন হল মুক্তো বা মুনস্টোন।

৫. সিংহ রাশির জাতকদের সবচেয়ে উপযোগী রত্ন হল চুণী। এদের নিয়ন্ত্রক গ্রহ রবি।

৬. বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হন কন্যা রাশি। এদের জন্য উপযোগী রত্ন হল সারডনিক্স।

৭.  তুলা রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা।  উপযোগী রত্ন হল স্যাফায়ার।

৮. বৃশ্চিক রাশির জাতকদের গ্রহ মঙ্গল। এদের জন্য উপযোগী রত্ন তহল ওপাল।

৯. ধনু রাশির জন্য উপযোগী রত্ন তহল টোপাজ। নিয়ন্ত্রক গ্রহ বৃহস্পতি।

আরো পড়ুন :- পরিশ্রমের পরও সাফল্য আসছে না ? কিছু উপায়ে ফিরবে ভাগ্য

১০. মকর রাশির জাতকদের জন্য উপযোগী রত্ন হল অ্যামেথিস্ট বা নীলা। নিয়ন্ত্রক গ্রহ শনি।

১১. কুম্ভ রাশির জাতকদের জন্য উপযোগী রত্ন হল অ্যাকুয়ারমেরিন।

১২. মীন জাতকদের জন্য উপযোগী রত্ন হল জেড।

রত্ন কেনার আগে বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন।

Highlights

1. কোন রাশির কোন রত্ন ধারণ করা উচিত ? 

2. রত্ন কেনার আগে বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন

#Gems #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন