কোন রাশির জাতকদের জন্য কোন রং শুভ ? দেখুন জ্যোতিষ মত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পণ্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী : রাশি অনুযায়ী শুভ রঙ ব্যবহার করলে জাতক নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে এবং পরিবারে সুখ-শান্তি থাকে। কোন রাশির জাতকদের জন্য কোন রঙ শুভ, তা জানুন একনজরে —-

১. রাশি চক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিপতি মঙ্গল ও শুভ রঙ লাল। লাল রঙ ভালোবাসা, শক্তি ও প্রজননের প্রতীক। মেষ রাশির জাতকদের আলস্য ত্যাগ করে কাজ করার পরামর্শও দিয়ে থাকে।

আরো পড়ুন :- অক্ষয় তৃতীয়ায় একটি জিনিস দান করুন, চরধাম তীর্থযাত্রার সমান ফল পাবেন

২. পৃথিবী তত্ত্বের রাশি বৃষ। এই রাশির শুভ রঙ সবুজ। গাঢ় সবুজ বা হালকা নীল এই রাশির শুভ রঙ। হলুদ ও সবুজের মিশেলে তৈরি রঙ এই রাশির জন্য শুভ।

৩. মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। তাই সবুজ রঙ এই রাশির জাতকদের জন্য লাভজনক মনে করা হয়। আবার হলুদ রঙও এই রাশির জন্য শুভ। এই রঙ বুদ্ধি, মন ও অনুপ্রেরণামূলক বিচারের প্রতীক। হলুদ রঙ ব্যবহার করা উচিত। মনে আশার জন্ম দেয় এটি।

৪. কর্কট রাশির জাতকদের শুভ রঙ সাদা। সাদার ওপর রুপোলির আস্তরণ থাকলে সেই রঙ এই রাশির জাতকদের সবচেয়ে বেশি উপকারে লাগে।

৫. সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্য সাফল্যের প্রতীক। প্রচলিত আছে যে, পরিশ্রমী ব্যক্তিদের সবসময় সাফল্য প্রদান করে সূর্য।

৬. পৃথিবী তত্ত্বের রাশি কন্যা। এর শুভ রঙ গাঢ় বাদামী। আবার এই রাশির অধিপতি বুধ। তাই সবুজ রঙও এই রাশির জন্য শুভ। সবুজ রঙ সুখ ও সমৃদ্ধির প্রতীক। এ ছাড়াও গাঢ় নীল রঙও এঁদের জন্য শুভ।

৭. তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। সাদা, গোলাপী এই রাশির শুভ রঙ। আবার হালকা হলুদও এই রাশির জন্য শুভ। এটি শান্তি ও সুখের প্রতীক।

৮. বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। লাল, মেরুন এই রাশির জাতকদের জন্য শুভ। কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্ষম এই রঙ।

৯. ধনু রাশির জন্য গাঢ় নীল ও বেগুনী রঙ শুভ। এই দুটি রঙই ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে। কেউ অবসাদে দিন কাটালে এই রঙ ওই ব্যক্তির মন শান্ত করে।

১০. মকর রাশির অধিপতি শনি। কঠোর, স্থির ও বিশ্বস্ত রঙ এই রাশির জন্য জরুরি। কালো, গাঢ় বাদামী ও ধূসর এই রাশির শুভ রঙ হতে পারে।

১১. কুম্ভ রাশির জীবনে সাফল্য লাভের জন্য যে কোনও পর্যায় যেতে পারেন এই রাশির জাতকরা। হালকা নীল, অ্যাকোয়ামেরিন ও আকাশি নীল এই রাশির শুভ রঙ।

১২. বৃহস্পতি মীন রাশির অধিপতি। বেগুনী এই রাশির শুভ রঙ। এ ছাড়াও নীল, সাদা ও ল্যাভেন্ডার এই রাশির শুভ রঙ।

আরো পড়ুন :- বুধের রাশি পরিবর্তনের কারণে আগামী প্রায় ২ মাস দারুণ কাটবে এই রাশি গুলির মানুষদের

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন